শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৫৯ রাত
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনিবন্ধিত নিউজপোর্টাল বন্ধে সময় পেলো বিটিআরসি

মিনহাজুল আবেদীন: [২] মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিটিআরসি হাইকোর্টকে জানায়, তথ্য মন্ত্রণালয়ের কাছে সকল নিবন্ধিত ও অনিবন্ধিত অনলাইন নিউজপোর্টালের তালিকা চাওয়া হয়েছে। কিন্তু এখনো তথ্য মন্ত্রণালয় থেকে তালিকা না পাওয়ায় আদালতের আদেশ কার্যকর করা সম্ভব হয়নি। তারা আদালতের কাছে সময় চান এ বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য।

[৩] আদালত আগামী ২৫ অক্টোবর পরবর্তী তারিখ ঠিক করে দিয়েছে। ওই দিন প্রতিবেদন দাখিল করতে বলেছে আদালত।

[৪] বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এই তারিখ ঠিক করে দেয়।

[৫] আদালতে বিটিআরসির পক্ষে শুনানি করেন ফারজানা শারমিন। রিটের পক্ষে শুনানি করেন জারিন রহমান ও রাশিদা চৌধুরী নিলু। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

[৬] রাশিদা চৌধুরী নিলু বলেন, ‘আদালতের আদেশ বাস্তবায়ন করে বিটিআরসিকে আজকে অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য বলা ছিলো। কিন্তু বিটিআরসি আজকে প্রতিবেদন দাখিল না করার কারণ উল্লেখ করে দুই সপ্তাহ সময় চায়’।

[৭] অনিবন্ধিত অনলাইন নিউজপোর্টাল বন্ধে গত ১৪ সেপ্টেম্বর আদেশ দেয় হাইকোর্ট। আদালতের আদেশ পাওয়ার ৭ দিনের মধ্যে তাৎক্ষণিকভাবে বন্ধে পদক্ষেপ নিতে বিটিআরসির চেয়ারম্যান ও প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে এ নির্দেশ দেয়া হয়। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়