শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ১১:৪৭ দুপুর
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ১১:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পপি হঠাৎ আড়ালে চলে গেছে, শাবনূর নেই, আছে শুধু মৌসুমী !

ইমরুল শাহেদ: এ কথা বলেছেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াৎ। তিনি এই রিপোর্টারের সঙ্গে বিদেশি চিত্রতারকা আমদানি নিয়ে কথা বলছিলেন। তিনি বলেন, ‘আামাদের দেশে অনেক ভালো শিল্পী আছেন। তাদের কাজে না লাগিয়ে বিদেশ থেকে তারকা আনার কোনো যৌক্তিকতা আমি দেখি না।’ তিনি উল্লেখ করেন, পরীমণি যেভাবে আলোচিত হয়েছে, তাতে তিনি একটা ব্যাপক পরিচিতি পেয়েছেন। তার সেই পরিচিতি এক সময় জনপ্রিয়তায় পরিণত হতে পারে। সেটাকেই কাজে লাগাতে হবে।

নির্ভরশীল তারকা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমি ‘জয় বাংলা’ ছবিতে একটি নতুন মেয়েকে নিয়ে কাজ করছি। নাম জাহারা মিতু। তার এখনো কোনো ছবি মুক্তি পায়নি। ইতোমধ্যে দুটি ছবিতে কাজ করেছে। মেয়েটি বেশ ভালো কাজ করে। লেখাপড়া জানা মেয়ে, বললে সহজে ধারণ করতে পারে। এদেরকে আমাদের কাজে লাগাতে হবে। পপি হঠাৎ আড়ালে চলে গেছে, শাবনূর নেই, আছে শুধু মৌসুমী। তাকে নিয়েও আমরা কাজ করছি। শাকিব খানের একটা জনপ্রিয়তা আছে। আমরা চাইলেই আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারি।’ কাজী হায়াৎ এদেশের চলচ্চিত্রে রাজনৈতিক চিন্তাধারার চলচ্চিত্র নির্মাণে একটা ধারা তৈরি করেছেন এবং একই সঙ্গে তিনি অন্যায়ের প্রতিবাদ করার মতো চরিত্র দিয়ে তার নির্মিত ছবিগুলোকে সমৃদ্ধ করেছেন। এ বিষয়ে আলোকপাত করে তিনি বলেন, ‘আমার জয় বাংলা ছবিটি অনুদানের হলেও এর মধ্যে একটা রাজনৈতিক চিন্তাধারা আছে। এখানেও প্রতিবাদ আছে।

আমি চেষ্টা করেছি যাতে আমার চিন্তাধারার বাইরে যেতে না হয় আমাকে।’ লেখক ও অধ্যাপক মুনতাসির মামুনের ‘জয় বাংলা’ নামের উপন্যাস নিয়েই তিনি ছবিটি নির্মাণ করেছেন। বর্তমানে এফডিসির সাত নাম্বার ফ্লোরে শুটিং চলছে। চলবে বেশ কয়েকদিন। শুটিংয়ে অংশ নিচ্ছেন জাহারা মিতু, শিরীন আলম ও বাপ্পী চৌধুরী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়