শিরোনাম
◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৮:১১ সকাল
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৮:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাতে ম্যানসিটির মুখোমুখি পিএসজি, ইনজুরি কাটিয়ে মাঠে নামবেন মেসি

স্পোর্টস ডেস্ক : [২] লিওনেল মেসি ইনজুরি কাটিয়ে পিএসজির অনুশীলনে ফিরেছেন। তবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে তাকে পাওয়া যাবে কিনা সে নিয়ে কিছুটা সংশয় রয়ে গেছে। তবে সিটির বিপক্ষে মেসিকে পাবেন বলে আশাবাদী পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো।

[৩] গত সপ্তাহে লিগ ওয়ানে লিঁওর বিপক্ষে ম্যাচে বাঁ হাঁটুতে মেসিকে কিছুটা অস্বস্তিতে ভুগতে দেখা যায়। পিএসজিতে পাড়ি দেওয়ার পর ক্লাবটির ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে সেদিনই প্রথম খেলতে নেমেছিলেন মেসি। ২-১ গোলে জেতা ম্যাচটায় মেসি একপর্যায়ে তুলে নিয়েছিলেন কোচ পচেত্তিনো। পরে এক বিবৃতিতে মেসির চোটের কথা জানিয়েছিল ক্লাবটি।

[৪] এক সপ্তাহ পর রোববার (২৭ সেপ্টেম্বর) অনুশীলনে ফেরেন মেসি। সিটির বিপক্ষে ম্যাচের আগে পচেত্তিনো বললেন, আমরা শুরুর একাদশ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) নিশ্চিত করব। আমি মনে করি, সে (মেসি) দলে থাকবে। বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি দেওয়ার পর ক্লাবটির হয়ে তিন ম্যাচ খেলেছেন মেসি। তবে এখনো গোল পাননি। পচেত্তিনো জানালেন তিনি এ নিয়ে উদ্বিগ্ন নন। বলেন, সে বার্সেলোনায় ২০ বছর কাটিয়েছে, এটা স্বাভাবিক সেটা তার নিজের বাড়ির মত হয়ে গিয়েছিল। আর এখানে তার জন্য সবকিছুই নতুন। সে খুব বেশি দিন আগে পিএসজিতে আসেনি। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে গড়াবে পিএসজি ও সিটি ম্যাচটি। - গোল ডটকম,

  • সর্বশেষ
  • জনপ্রিয়