শিরোনাম
◈ তিন মাসের মধ্যে সালাম মুর্শেদিকে বাড়ি ছাড়তে হবে: হাইকোর্ট  ◈ সরকারের হাত থেকে রক্ষা পেতে জনগণকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে: বিএনপি ◈ সরকারের ফাঁদে পা দেইনি, দল ছাড়িনি, ভোটেও যাইনি: মেজর হাফিজ ◈ আমার একটাই চাওয়া স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া: স্বাস্থ্যমন্ত্রী ◈ জিম্মি জাহাজ উদ্ধারে অভিযান নয়, আলোচনা চায় মালিকপক্ষ ◈ বিএনপিকে আমরা কেন ভাঙতে যাবো, প্রশ্ন ওবায়দুল কাদেরের  ◈ হলমার্ক মামলায় তানভীর-জেসমিনসহ ৯ জনের যাবজ্জীবন ◈ ভোরে গাজায় ইসরায়েলি বিমান হামলা, নিহত ২০ ◈ রাখাইনে আরো একটি শহর দখল করেছে আরাকান আর্মি ◈ রেস্তোরাঁ মালিক সমিতির অভিযোগ, দেশে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাজউক

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ১০:৩৩ রাত
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ১০:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মডেল পিয়াসা ও তার সহযোগী মিশুর বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ

খালিদ আহমেদ: [২] বহুল আলোচিত মডেল ফারিয়া মাহাবুব পিয়াসা ও তাঁর সহযোগী মিশুর বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি মাদকের মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক রফিকুল ইসলাম এই অভিযোগপত্র দাখিল করেন।

[৩] অভিযোগপত্রে বলা হয়েছে, রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে মিশুর দখল থেকে সাত হাজার ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়। মিশু স্বীকার করেন পিয়াসার নির্দেশেই এই ইয়াবা সংগ্রহ করেছিলেন।

[৪] গত ১ আগস্ট রাত ১০টার দিকে রাজধানীর বারিধারা এলাকার বাসা থেকে মডেল ফারিয়া মাহাবুব পিয়াসাকে আটক করা হয়। এ সময় পিয়াসার ঘরের টেবিল থেকে ৬শ পিস ইয়াবা এবং রান্নাঘরের ক্যাবিনেট থেকে ৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ছাড়া ফ্রিজ থেকে সিসা তৈরির কাঁচামাল ও বেশ কয়েকটি ই-সিগারেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গুলশান থানায় ২ আগস্ট মামলা হয়।

[৫] এরপর গত ৪ আগস্ট বসুন্ধরা আবাসিক এলাকা থেকে পিয়াসার সহযোগী মিশুকে আটক করা হয়।মিশুর কাছ থেকে সাত হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওই ঘটনায় ভাটারা থানায় মিশু ও পিয়াসার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মিশুর সঙ্গে গ্রেপ্তার জিসানকে নিয়ে খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে আরও ছয় হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওই মামলায়ও পিয়াসাকে আসামি করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়