শিরোনাম
◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ১০:১১ রাত
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ১০:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডেমরায় অটোরিকশা চালক খুন: গ্রেপ্তার ১

মো. বশির উদ্দিন: [২] রাজধানীর ডেমরায় শ্বাসরোধে মো. হাসান (১৯) নামে এক অটোরিকশা চালককে খুন করা হয়েছে। গত মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ডেমরা-রামপুরা সড়কে পাশে গ্ধা নামে একটি নার্সারির পেছন থেকে ওই অটোরিকশা চালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে ডেমরা থানা পুলিশ।

[৩] এ ঘটনায় প্রযুক্তি ব্যবহার করে খুনের সঙ্গে জড়িত আকাশ (২১) নামে এক অটোরিকশা ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে আদালতে পাঠানো হলে ওই দিন বিকালে আদালত তাকে জেলে পাঠানোর নির্দেশ দেন। রোববার দিবাগত রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় লন্ডন মার্কেট সংলগ্ন থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সে ওই এলাকার জনৈক রহমালীর বাড়ীর ভাড়াটিয়া। সে শরীয়তপুরের গোসাইর হাট থানার চর সামন্তশাহ গ্রামের মৃত মাইদুল ইসলামের ছেলে। এদিকে গত ২২ সেপ্টেম্বর রাতে এ বিষয়ে মৃতের বাবা মো. সাইদুল ইসলাম ওরফে শাহেদুল ডেমরা থানায় মামলা করেন। তারা নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ভূঁইঘর পূর্বপাড়া এলাকার ১৫ বছর যাবত ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। তাদের গ্রামের বাড়ী রংপুরের গঙ্গাচড়া থানার ছোটরূপী গ্রামে।

[৪] ঘটনার তদন্ত শেষে আসামির স্বীরোক্তির ভিত্তিতে বিষটি নিশ্চিত করে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, অটোরিকশা ছিনতাইয়ে বাঁধা প্রদান করলে ছিনতাইকারীরা চালক হাসানকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ নার্সারিতে ফেলে অটোরিকশা নিয়ে চলে যায়। গত ২০ সেপ্টেম্বর (সোমবার) রাত ১০ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকা থেকে ছিনতাইকারী আকাশ ও তার সহযোগী ফারুক অটোরিকশা চালক হাসানকে ডেমরার স্টাফ কোয়ার্টার পর্যন্ত আসা যাওয়ার ভাড়া চুক্তি করে। এ সময় স্টাফ কোয়ার্টার আসলে তারা হাসানকে আরও সামনে যাওয়ার কথা বলে ডেমরা-রামপুরা সড়কের আমুলিয়া মডেল টাউন এলাকায় অন্ধকারে এনে তার অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় বাঁধা দিলে তারা সড়কের পাশে গ্ধা নার্সারির পেছনে নিয়ে হাসানের হাত-পা বেঁধে ফেলে। এ ঘটনায় চিৎকার শুরু করলে ফারুক চালক হাসানের গলায় রশি পেঁচিয়ে টান দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে।

[৫] ওসি নাসির উদ্দিন আরও বলেন, প্রথমে লাশ শনাক্ত করা যায়নি। পরে ফেইসবুকের মাধ্যমে খবর পেয়ে মৃতের পরিবার ডেমরা থানায় এসে লাশ শনাক্ত করেন। আর এ খুনের ঘটনায় জড়িত আকাশ গ্রেফতার হলেও ফারুককে গ্রেফতার করা যায়নি। তবে দ্রুত ফারুককে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

[৬] উল্লেখ্য: গত মঙ্গলবার লাশ উদ্ধারের পর বিকালে (২১ সেপ্টেম্বর) সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য হাসানের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর আগে সিআইডির ক্রাইম সিন ইউনিট শনাক্তের জন্য মৃতের ডিএনএ ও আঙ্গুলের ছাপসহ প্রয়েজনীয় নমুনা সংগ্রহ করেছে। ওই দিন বেলা ১১ টায় আমুলিয়া মডেল টাউন সংলগ্নে এ লাশ চোখে পড়ে। মৃতের হাত-পা সাদা রশি দিয়ে বাঁধা ও গলায় সাদা রশি পেচানো ছিল। গায়ে পড়নে ছিল ফ্যাকাশে আকাশি রঙের জিন্সের প্যান্টও ভায়োলেট-রয়েল ব্লু রঙের ফুলহাতা জার্সি। লাশের বাম পাশে মুখ দিয়ে বের হওয়া রক্তের দাগ দেখা গেছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শনে আসেন ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার শাহ্ ইফতেখার আহম্মেদ ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দ্বীন মোহাম্মাদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়