শিরোনাম
◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৭:১৬ বিকাল
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৭:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]শেষ মূহুর্তে এসে সাফ খেলা হচ্ছে না এলিটা কিংসলের

রাহুল রাজ :[২]সাফে খেলা হচ্ছে না এলিটা কিংসলের। নাইজেরিয়ান বংশোদ্ভূত এই বাংলাদেশি ফরোয়ার্ডকে ২৭ জনের প্রাথমিক দলে রেখেছিলেন কোচ অস্কার ব্রুজন। কিন্তু ফিফার অনুমোদন না মেলায় আপাতত জাতীয় দলের জার্সি গায়ে খেলা হচ্ছে না এলিটা কিংসলের।

[৩]সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে মঙ্গলবার দুপুরে মালদ্বীপ রওনা দিচ্ছে জাতীয় ফুটবল দল। তার আগে সোমবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেষ অনুশীলন করেছেন জামাল ভূঁইয়ারা। শেষ সেশনের পর অস্কার ব্রুজন ২৩ জনের দল চূড়ান্ত করেছেন।

[৪]বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দল ঘোষণার পূর্ব পর্যন্ত এলিটার বিষয়ে ফিফা ও এএফসির সঙ্গে যোগাযোগ করেছে। এএফসি বিষয়টি ফিফার ওপর ছেড়ে দিয়েছে। তবে ফিফা কিংসলেকে খেলাতে পারার বিষয় নির্দিষ্ট করে কিছু জানায়নি বাফুফেকে। বাফুফেও এলিটাকে খেলানোর কোনো প্রকার ঝুঁকি নিচ্ছে না ফিফার লিখিত অনুমোদন না পাওয়া পর্যন্ত।

[৫]টুর্নামেন্ট শুরুর আগে ম্যানেজার্স মিটিংয়ে ২৩ জনের নাম দেয়া যায়। সেক্ষেত্রে অস্কার ব্রুজন আরও অপেক্ষা করতে পারতেন। তবে কিংসলের বিষয়ে নতুন কোচেরও ততটা আগ্রহ নেই বলেই জানা গেছে টিম ম্যানেজমেন্ট সূত্রে।

[৬]এর আগে বসুন্ধরা কিংস এএফসি কাপে এলিটা কিংসলেকে নিয়ে মালদ্বীপে গেলেও তাকে খেলাতে পারেনি ফিফার অনুমতি না থাকায়। ধারণা করা হচ্ছে, এলিটা কিংসলের বিষয়ে ফিফার সিদ্ধান্ত আসতে আরও সময় লাগবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়