শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৬:০৬ বিকাল
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৯:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্ব ঘর থেকেই শুরু হয়েছে: জবি ট্রেজারার

অপূর্ব চৌধুরী: [২] জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) ও ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্ব নিজের ঘর থেকেই শুরু হয়েছে। আমরা ডটার্স টেল প্রামাণ্যচিত্র দেখলেই বুঝতে বিষয়টি বুঝতে পারি।

[৩] তিনি বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর ২০০৯ সালের বিডিআর বিদ্রোহ তিনি যেভাবে সুরাহা করেছেন সেটা প্রশংসার দাবিদার। আমরা তার ধৈর্য্য ও সাহস দুটিই সেসময় দেখতে পেয়েছি। শেখ হাসিনা রাজনীতিকে ক্যান্টেনমেন্ট থেকে জনগনের কাছে নিয়ে এসেছেন এবং এক্ষেত্রে তিনি সফলও হয়েছেন।

[৪] জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কাজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা যা বলেন তা করার চেষ্টা করেন।

[৫] সোমবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত 'শেখ হাসিনা: নের্তৃত্ব, মানবিকতা, ও দূরদৃষ্টি' শীর্ষক এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

[৬] বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে
পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল হক, সাবেক আইজিপি শহীদুল হক, সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল), দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, জবি প্রক্টর ড. মোস্তফা কামাল প্রমুখ বক্তব্য রাখেন।

[৭] অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. রশিদ আসকারী এবং স্বাগত বক্তব্য রাখেন কলামিস্ট ফোরামের সদস্য সচিব অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস।
Attachments area

  • সর্বশেষ
  • জনপ্রিয়