শিরোনাম
◈ বকেয়া বিল পরিশোধ না করলে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবে আদানি পাওয়ার ◈ নতুন প্রতিরক্ষা সহযোগিতায় এগোচ্ছে ভারত ও ইসরায়েল ◈ নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হলেন ৩৪ বছর বয়সী জোহরান মামদানি ◈ রাজনৈতিক অস্থিরতা ও জ্বালানি সংকটে পোশাক খাতের কার্যাদেশ চলে যাচ্ছে প্রতিবেশী দেশে ◈ আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা ৫০% সেনা সদস্যকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার ◈ ১ বিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কিনবে তিন প্রতিষ্ঠান ◈ বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর ◈ চরভদ্রাসনে রাতের অন্ধকারে শটগানের মহড়া, পুলিশ নীরব — সরকারি স্কুলে চুরির মহামারি ◈ ঢাকায় আসছেন না ড. জাকির নায়েক ◈ চেয়ারের ছিদ্রে আটকে গেল নারীর আঙুল, ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার — ভিডিও ভাইরাল

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৬:০৬ বিকাল
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৯:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্ব ঘর থেকেই শুরু হয়েছে: জবি ট্রেজারার

অপূর্ব চৌধুরী: [২] জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) ও ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্ব নিজের ঘর থেকেই শুরু হয়েছে। আমরা ডটার্স টেল প্রামাণ্যচিত্র দেখলেই বুঝতে বিষয়টি বুঝতে পারি।

[৩] তিনি বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর ২০০৯ সালের বিডিআর বিদ্রোহ তিনি যেভাবে সুরাহা করেছেন সেটা প্রশংসার দাবিদার। আমরা তার ধৈর্য্য ও সাহস দুটিই সেসময় দেখতে পেয়েছি। শেখ হাসিনা রাজনীতিকে ক্যান্টেনমেন্ট থেকে জনগনের কাছে নিয়ে এসেছেন এবং এক্ষেত্রে তিনি সফলও হয়েছেন।

[৪] জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কাজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা যা বলেন তা করার চেষ্টা করেন।

[৫] সোমবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত 'শেখ হাসিনা: নের্তৃত্ব, মানবিকতা, ও দূরদৃষ্টি' শীর্ষক এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

[৬] বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে
পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল হক, সাবেক আইজিপি শহীদুল হক, সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল), দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, জবি প্রক্টর ড. মোস্তফা কামাল প্রমুখ বক্তব্য রাখেন।

[৭] অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. রশিদ আসকারী এবং স্বাগত বক্তব্য রাখেন কলামিস্ট ফোরামের সদস্য সচিব অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস।
Attachments area

  • সর্বশেষ
  • জনপ্রিয়