শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৪:২৩ দুপুর
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৪:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাইটরাইডার্সের হার আর রাসেলের ইনজুরিতে সাকিবের মাঠে নামার দরজা খুলে যাচ্ছে

স্পোর্টস ডেস্ক: [২] আইপিএলের দ্বিতীয় ভাগে টানা তৃতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের একাদশে জায়গা হলো না সাকিব আল হাসানের।

[৩] রোববার (২৬ সেপ্টেম্বর) রাতে শেষ বলে নিষ্পত্তি হওয়া রুদ্ধশ্বাস ম্যাচে কলকাতাকে ২ উইকেটে হারিয়ে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে আইপিএলের শীর্ষে উঠে এসেছে চেন্নাই সুপার কিংস। এই হারের সঙ্গে আরও এক দুঃসংবাদ শুনতে হচ্ছে নাইট সমর্থকদের। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন দলটির বড় তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। অবশ্য দলের দুঃসংবাদে কপাল খুলতে পারে সাকিবের।

[৪] আগামীকাল মঙ্গলবার দিল্লি ক্যাপিটালস ম্যাচে রাসেলের খেলা অনিশ্চয়তায় পড়েছে। সে হিসেবে একাদশে ঠাঁই হতে পারে সাকিবের। রোববার ম্যাচের ১৭তম ওভারে বাউন্ডারি আটকাতে গিয়ে পায়ে চোট পান রাসেল। এর পর খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন তিনি।

[৫] ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রাসেলের চোটের বিষয়ে কেকেআরের মেন্টর ডেভিড হাসি বলেন, রাসেলের চোট কতটা গুরুতর, তা এখনই বলা সম্ভব নয়। ওর হ্যামস্ট্রিংয়ে টান ধরেছে। ব্যথাও অনুভব করছে। রাসেলের জন্য মেডিকেল দলের ব্যবস্থা করা হয়েছে। তারাই ওর পরিচর্যা করবে। আশা করি, ওর চোট সে রকম গুরুতর নয়। আমাদের দলের সবচেয়ে নির্ভরযোগ্য ক্রিকেটার সে। একই বক্তব্য দিয়ে কলকাতা অধিনায়ক মরগ্যান বলেন, রাসেলের চোট কেমন অবস্থায় আছে, বলা কঠিন। আমরা চাইব, ও যেন দ্রুত সেরে ওঠে মাঠে নামতে পারে। রিপাবলিক ওয়ার্ল্ড

  • সর্বশেষ
  • জনপ্রিয়