শিরোনাম
◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৫:০৭ বিকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৫:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চৌগাছায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত

বাবুল আক্তার: [২] যশোরের চৌগাছায় বেপরোয়া গতির দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছে। রবিবার দুপুর ১ টার দিকে চৌগাছা-পুড়াপাড় সড়কের আন্দারকোটা এলাকার মোকাম তলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহত দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় যশোর রেফার করা হয়েছে।

[৩] আহতরা হলেন চুয়াডাঙ্গা জেলার জীবন নগর উপজেলার বেনিপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে নজিবুল ইসলাম (২৫), আজমত আলীর ছেলে আলী হোসেন (২২), যশোর জেলার চৌগাছা উপজেলার সলুয়া গ্রামের খাইরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৩৫)। নজরুল ও আলী হোসেন টাইলস মিস্ত্রি। তারা দু’জনই চৌগাছায় মেসে থেকে টাইলস মিস্ত্রির কাজ করতো।

[৪] আহত আলী হোসেন ও প্রত্যক্ষদর্শীরা জানান, নজিবুল ও আলী হোসেন পুড়ায় টাইলস এর কাজ করে ডিস্কভার-১২৫ সিসি মোটর সাইলে চৌগাছায় ফিরছিলো। আর সাইফুল ইসলাম একটি হোন্ডা-১১০ সিসি মোটর সাইকেলে পুড়াপাড়ার দিকে যাচ্ছিল।

[৫] মোটর সাইকেলে বেপরোয়া গতি এবং ঘটনাস্থল সংযোগ সড়কের মোড় হওয়ায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক যাত্রী ও দুই মোটর সাইকেলে চালক গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌগাছা সরকারি হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে নজিবুল ও সাইফুল ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে যশোর রেফার করেছে জরুরী বিভাগের চিকিৎসক নুজহাত নূয়ারী।

[৬] হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক বলেন, আহতদের মাথায় আঘাত হয়ে প্রচুর রক্ত খরন হয়েছে। দুইজনের অবস্থা আশঙ্কজনক হওয়ায় তাদেরকে যশোরে রেফার করা হয়েছে।

[৭] চৌগাছা থানার ডিউটি অফিসার মিজানুর রহমান বলেন এ বিষেয়ে থানায় কেউ জানায়নি। অভিযোগ পেলে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ার শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়