সালেহ্ বিপ্লব: [২] কোকাকোলা এবং বেশ কয়েকটি বেসরকারি কোম্পানির সহযোগিতায় এই মেগা প্রকল্প বাস্তবায়ন করা হবে। পাকিস্তানের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এরই মধ্যে কোম্পানিগুলোর সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে। প্লাস্টিকের অপব্যবহার রোধ এবং পরিচ্ছন্ন সবুজ পাকিস্তান গড়ার লক্ষ্যে এই প্রকল্প হাতে নেয়া হয়েছে। গালফ নিউজ, আদারসাইড পাকিস্তান
[৩] প্লাস্টিকমুক্ত বিশ্ব কর্মসূচির আওতায় এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। পাকিস্তানের জাতীয় সড়কগুলো প্লাস্টিক দিয়ে রি-কার্পেটিং করা হবে। রাজধানী ইসলামাবাদের একটি বিখ্যাত সড়ক আতার্তুক এভিনিউ রয়েছে এই তালিকায়।
[৪] বিশেষজ্ঞরা জানিয়েছেন, আতাতুর্ক এভিনিউ রি-কার্পেটিং করতে এক কিলোমিটারে আট টন পেট বোতল মেশানো হবে নির্মাণ সামগ্রীর সঙ্গে। এই প্রকল্পে রিসাইকেল করা প্লাস্টিকের পেট বোতল ব্যবহারের অনুমোদন রয়েছে।
[৫] নতুন এই প্রযুক্তি বিশ্বের বিভিন্ন দেশে এরই মধ্যে ব্যবহার করা হলেও পাকিস্তানে এই প্রথম।