শিরোনাম
◈ বিক্ষোভ দমনে ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, নিহত অন্তত ২১ ◈ বসুন্ধরায় ভেজাল মদের কারখানা, ওয়ারীতে দূরনিয়ন্ত্রিত ‘কুশ’ ল্যাবের সন্ধান, গ্রেপ্তার ৪ ◈ ক্ষতির মুখে দিল্লির সুতা শিল্প: যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক আরোপের পথে বাংলাদেশ ◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও) ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোলিং ও নির্বাচনি এজেন্ট সংক্রান্ত নির্দেশনা জারি ◈ নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র: টেলিযোগাযোগ খাতের ৩,২৭২ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ ◈ সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ও স্বার্থ বিবেচনা করে: তামিম ◈ গাইবান্ধায় ১৪৪ ধারা জারি

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৮:০৭ রাত
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৮:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাপাসিয়ায় ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় মামলা

এ.এইচ.সবুজ: [২] গাজীপুরের কাপাসিয়ায় ৪র্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ করেছেন ওই ছাত্রীর পিতা। স্থানীয় প্রভাবশালী মহল ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করার কারণে দুই সপ্তাহ পর থানায় এক জনকে আসামী করে লিখিত অভিযোগ করেন তিনি।

[৩] মামলা সূত্রে জানা যায়, উপজেলার রায়েদ ইউনিয়নের বাগেরহাট গ্রামের মৃত জব্বারের ছেলে কাজলের বাড়িতে গৃহকর্মীর কাজ করেন ওই শিক্ষার্থীর মা। স্কুল বন্ধ থাকায় গৃহকর্মী মায়ের সাথে দিনের বেলা প্রায় প্রতিদিনই গৃহকর্তা কাজলের (৪০) বাড়িতে অবস্থান করে ৪র্থ শ্রেণিতে পড়ুয়া ওই শিশুটি।

[৪] গৃহকত্রী মোসা. আসমার আচরণে মুগ্ধ হয়ে গত (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওই শিক্ষার্থী কাজলের বাড়িতে রাত্রি যাপনের আগ্রহ দেখায়। এক পর্যায়ে তার মা সম্মতি দিলে সে ওই বাড়িতে থেকে যায়। কিন্তু রাত ৯ টার দিকে একটি নির্জন কক্ষে সে ঘুমিয়ে গেলে গৃহকর্তা কাজল সেই কক্ষে প্রবেশ করে দরজা আটকে দেয়। পরে শিশুটিকে ঘুম থেকে জাগিয়ে তাকে পুতুল ও রং কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে তার মুখ চেপে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে হাত চালায়। এক পর্যায়ে ধর্ষণ চেষ্টা চালালে শিশুটি চিৎকার শুরু করে। এ সময় গৃহকর্তা কাজল এ ঘটনা কাউকে বললে শিশুটির প্রাণ নাশের হুমকি দেয়।

[৫] পরের দিন তার মা ওই বাড়িতে হাজির হলে শিশুটি কান্নাকাটি করে মায়ের কাছে সব ঘটনা খুলে বলে এবং শ্রীপুরের মাওনা এলাকায় কর্মরত তার পিতার কাছে ফোনে বিষয়টি জানায়। পরে বিষয়টি স্থানীয় প্রভাবশালী মহল ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়। অবশেষে গত ২৪ সেপ্টেম্বর কাপাসিয়া থানায় শিশুটির পিতা বাদী হয়ে লিখিত অভিযোগ করলে রাতে মামলা (নং-২২) এন্ট্রি করা হয়। এ বিষয়ে জানতে কাজলের মোবাইলে ফোন দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়।

[৬] কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ এ. এস. এম নাসিম জানান, এ বিষয়ে মামলা এন্ট্রি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়