শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৬:০৮ বিকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৬:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে সমালোচকদের জবাব দিলেন মিঠুন

মাহিন সরকার : [২] ফর্মহীনতার কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি মোহাম্মদ মিঠুনের। তবে এবার খারাপ সময় পেছনে ফেলার আভাস দিলেন বাংলাদেশ জাতীয় দলের এই ৩০ বছর বয়সী ব্যাটসম্যান।

[৩] ফর্মের সঙ্গে লড়াই করতে থাকা মিঠুন অবশেষে ব্যাট হাতে দেখা পেলেন সাফল্যের। ‘এ’ দলের হয়ে এইচপি দলের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। মিঠুনের সেঞ্চুরির ওপর ভর করে এইচপি দলকে ৩৬৬ রানের বড় লক্ষ্য দিয়েছে ‘এ’ দল।

[৪] ‘এ’ দল প্রথম ইনিংসে করে ২৩১ রানে। জবাবে ২৩৭ রান করে এইচপি দল। ৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে শুরু করা ‘এ’ দল তৃতীয় দিন শেষে ৪ উইকেটে স্কোরবোর্ডে জমা করে ২৫৮ রান।

[৫] আগের দিনের অপরাজিত ৬৫ রান নিয়ে শনিবার চতুর্থদিন শুরু করেন ইয়াসির আলী চৌধুরী। ১৪ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন তিনি। ১১৬ বলে ৮৬ রান করে তিনি সাজঘরে ফেরেন। ইয়াসির ফিরলেও হাল ছাড়েননি মিঠুন। টেস্ট মেজাজে খেলে ২০৪ বলে শতকের ঘরে পা রাখেন তিনি।

[৬] মিঠুন ১০১ রান করে অপরাজিত থাকতে ইনিংস ঘোষণা করে ‘এ’ দল। তার সেঞ্চুরিটি সাজানো ছিল ৭ চার ও ২ ছক্কায়।

[৭] ১০৮.২ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ৩৭১ রান সংগ্রহ করে ‘এ’ দল। এইচপি দলের সামনে ৩৬৬ রানের লক্ষ্য দিয়েছে তারা। জবাবে ব্যাট করছে এইচপি দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়