শিরোনাম
◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৫:২০ বিকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৫:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিসিবি নির্বাচনের মনোনয়ন পত্র কিনছেন নাজমুল হাসান পাপন

মাহিন সরকার : [২] বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন পত্র কিনেছেন বিসিবির বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন। তার নেতৃত্বাধীন বোর্ডের মেয়াদ শেষ হচ্ছে ৩০ সেপ্টেম্বর।

[৩] আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। মনোনয়ন পত্র কেনার শেষ দিন শনিবার ২৫ সেপ্টেম্বর। সকাল থেকে মিরপুর শের-ই-বাংলায় পরিচালক পদপ্রার্থীদের ভিড় লেগে ছিল। গতকালও মনোনয়ন পত্র বিক্রি করেছে নির্বাচন কমিশন।

[৪] দুপুর ২টার পর মিরপুরে বিসিবি কার্যালয়ে আসেন নাজমুল হাসান। ক্যাটাগরি-২ থেকে পরিচালক হওয়ার মনোনয়ন পত্র সংগ্রহ করেন তিনি। ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড থেকে কাউন্সিলরশিপ পেয়েছেন তিনি। এই ক্যাটাগরিতে ভোটার সংখ্যা ৫৬ জন। ঢাকার বিভিন্ন স্তরের ক্লাবের কাউন্সিলররা ভোট দিয়ে ১২ জন পরিচালক নির্বাচিত করবেন।

[৫] মনোনয়ন পত্র কিনে বেরিয়ে যাওয়ার পথে নাজমুল হাসান গণমাধ্যমকে বলেন,আমি খুবই খুশি। কালকে টিভিতে দেখলাম অনেকগুলো নতুন মুখ আছে। এখানে এসে বেশ কিছু নতুন মুখ দেখেছি। এটা দেখে আমি অনেক খুশি। এটাই আমি চাচ্ছি যে নির্বাচন হোক। নতুন নতুন মানুষ আসুক।

[৬] সরকারের মনোনয়নে ২০১২ সালের অক্টোবরে বিসিবি সভাপতির দায়িত্ব গ্রহণ করেন নাজমুল হাসান। এক বছর পর আরেক অক্টোবরে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।

[৭] ২০১৭ সালের নির্বাচনে আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড সভাপতি হন। চলতি মাসে তার নেতৃত্বাধীন কমিটির মেয়াদ শেষ হচ্ছে। আরেকটি নির্বাচন যখন সামনে তখন ঘুরে ফিরে আবার আসছে একটিই নাম, নাজমুল হাসান।

[৮] এর আগের নির্বাচনে সাবেক বোর্ড প্রধান সাবের হোসেন চৌধুরী নির্বাচনের আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত নিজেকে সরিয়ে নেন। এবারের নির্বাচনে নাজমুল হাসান বাদে কারো নাম এখনও শোনা যায়নি। বরং স্রোত যেভাবে এগিয়েছে তাতে মনে হচ্ছে বিসিবির হট সিটে আরও দুই বছরের জন্য বসতে যাচ্ছেন নাজমুল হাসানই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়