শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৪:১৩ দুপুর
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৪:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিজেকে একজন অলরাউন্ডার হিসেবে দেখতে চান হাসান আলি

স্পোর্টস ডেস্ক :[২]বয়সটা ২৭ পেরিয়েছে, দু একবার ইনজুরির কবলে পরলেও খেলে যাচ্ছেন দাঁপটের সাথেই। বলছিলাম পাকিস্তানের তারকা পেসার হাসান আলির কথা। বল হাতে দলের বেশ কিছু জয়ে রেখেছেন ভূমিকা, কিন্তু তাতেও খুশি নন হাসান; দলের জয়ে অবদান রাখতে চান ব্যাট হাতেও। হতে চান সত্যিকারের অলরাউন্ডার।

[৩]আমি ক্রিকেটের তিন ফরম্যাটেই নিজেকে একজন অলরাউন্ডার হিসেবে দেখতে চাই। এজন্য আমি নেটে অতিরিক্ত সময়ও কাঁটাচ্ছি ব্যাট হাতে।

[৪]ওয়ানডেতে ব্যাট হাতে আছে দুইটি অর্ধশতক। প্রতিটা খেলোয়াড়েরই আইডল থাকে, যাদের দেখে অনুপ্রাণিত হয়ে তাদের মতোই খেলোয়াড় হওয়ার আকাঙ্খা কাজ করে মনে। হাসান আলিরও আইডল আছে, যারা প্রত্যেকেই পেসার হওয়ার পরও ব্যাট হাতে রেখেছেন ভূমিকা।

[৫]আমি ওয়াসিম আকরাম, আব্দুর রাজ্জাক এবং আজহার মাহমুদের ভক্ত। তাদের মতোই দলের কঠিন সময়ে নিজের সেরাটা দিতে চাই।

[৬]সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পাকিস্তান দলে আছেন হাসান। শুধু বল হাতেই নন, দলের হয়ে অবদান রাখতে চান ব্যাটিংয়েও। ২৪ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে পাকিস্তান।

[৭]বিশ্বকাপে পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, শোয়েব মাকসুদ, আজম খান, আসিফ আলি, শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, ইমাদ ওয়াসিম, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ওয়াশিম, হারিস রউফ।
অতিরিক্ত খেলোয়াড়: ফখর জামান, শাহনাওয়াজ দাহানি, উসমান কাদির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়