শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৪:১৩ দুপুর
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৪:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিজেকে একজন অলরাউন্ডার হিসেবে দেখতে চান হাসান আলি

স্পোর্টস ডেস্ক :[২]বয়সটা ২৭ পেরিয়েছে, দু একবার ইনজুরির কবলে পরলেও খেলে যাচ্ছেন দাঁপটের সাথেই। বলছিলাম পাকিস্তানের তারকা পেসার হাসান আলির কথা। বল হাতে দলের বেশ কিছু জয়ে রেখেছেন ভূমিকা, কিন্তু তাতেও খুশি নন হাসান; দলের জয়ে অবদান রাখতে চান ব্যাট হাতেও। হতে চান সত্যিকারের অলরাউন্ডার।

[৩]আমি ক্রিকেটের তিন ফরম্যাটেই নিজেকে একজন অলরাউন্ডার হিসেবে দেখতে চাই। এজন্য আমি নেটে অতিরিক্ত সময়ও কাঁটাচ্ছি ব্যাট হাতে।

[৪]ওয়ানডেতে ব্যাট হাতে আছে দুইটি অর্ধশতক। প্রতিটা খেলোয়াড়েরই আইডল থাকে, যাদের দেখে অনুপ্রাণিত হয়ে তাদের মতোই খেলোয়াড় হওয়ার আকাঙ্খা কাজ করে মনে। হাসান আলিরও আইডল আছে, যারা প্রত্যেকেই পেসার হওয়ার পরও ব্যাট হাতে রেখেছেন ভূমিকা।

[৫]আমি ওয়াসিম আকরাম, আব্দুর রাজ্জাক এবং আজহার মাহমুদের ভক্ত। তাদের মতোই দলের কঠিন সময়ে নিজের সেরাটা দিতে চাই।

[৬]সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পাকিস্তান দলে আছেন হাসান। শুধু বল হাতেই নন, দলের হয়ে অবদান রাখতে চান ব্যাটিংয়েও। ২৪ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে পাকিস্তান।

[৭]বিশ্বকাপে পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, শোয়েব মাকসুদ, আজম খান, আসিফ আলি, শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, ইমাদ ওয়াসিম, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ওয়াশিম, হারিস রউফ।
অতিরিক্ত খেলোয়াড়: ফখর জামান, শাহনাওয়াজ দাহানি, উসমান কাদির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়