শিরোনাম
◈ তিন মাসের মধ্যে সালাম মুর্শেদিকে বাড়ি ছাড়তে হবে: হাইকোর্ট  ◈ সরকারের হাত থেকে রক্ষা পেতে জনগণকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে: বিএনপি ◈ সরকারের ফাঁদে পা দেইনি, দল ছাড়িনি, ভোটেও যাইনি: মেজর হাফিজ ◈ আমার একটাই চাওয়া স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া: স্বাস্থ্যমন্ত্রী ◈ জিম্মি জাহাজ উদ্ধারে অভিযান নয়, আলোচনা চায় মালিকপক্ষ ◈ বিএনপিকে আমরা কেন ভাঙতে যাবো, প্রশ্ন ওবায়দুল কাদেরের  ◈ হলমার্ক মামলায় তানভীর-জেসমিনসহ ৯ জনের যাবজ্জীবন ◈ রাখাইনে আরো একটি শহর দখল করেছে আরাকান আর্মি ◈ রেস্তোরাঁ মালিক সমিতির অভিযোগ, দেশে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাজউক ◈ সিলেটে পিকআপ-লেগুনা সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০২:২৭ দুপুর
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৩:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ আমাকে মুগ্ধ করেছে: কুমিল্লায় মার্কিন রাষ্ট্রদূত

রুবেল মজুমদার: [২] প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের ভাষণ আমাকে মুগ্ধ করেছে বলে মন্তব্য করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

[৩] শনিবার (২৫ সেক্টম্বর)সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার ও নার্সদের টেনিং কেন্দ্র ও টিবি রোগ নিরাময় কেন্দ্র উদ্ভোধন ও পরিদর্শনকালে এসব কথা বলেন।

[৪] এ সময় উপস্থিত ছিলেন- কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা.মহিউদ্দিন ,কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ মোস্তফা
আজাদ কলেজ হসপাতালের উপ- পরিচালক সাজেদা খাতুন,আইডিসিআর কর্মকর্তা ও আমেরিকান এ্যাম্বেসী কর্মকর্তাবৃন্দ সহ প্রমুখ।

[৫] তিনি আরো বলেন, জলবায়ু পরিবর্তন এবং কোভিড-১৯ পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার, খাদ্য নিরাপত্তা, সমতা ও টেকসই উন্নয়ন মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রধানমন্ত্রীর ভাষণে তুলে ধারার জন্য ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীকে।এবং কোভিড-১৯ নিয়ন্ত্রনে বাংলাদেশ সরকার দক্ষিন এশিয়া দেশগুলো মধে এগিয়ে আছে বলে তিনি মন্তব্য করেন।

[৬] হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। পরে কুমিল্লা মেডিকেল কলেজ পরিদর্শক করেন ঢাকা উদ্দেশ্য চলে যান তিনি।

[৭] এ বিষয় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক মহিউদ্দিন বলেন, তিনি আমাদের হাসপাতালের কোভিড কাযক্রম দেখেন এবং হাসপাতালে বিভিন্ন বিভাগ পরিদর্শন করে হাসপাতালের কার্যক্রম প্রংশাসা করেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়