শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০২:০১ দুপুর
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হোয়াইট হাউসে খোশ মেজাজে সময় কাটল মোদি ও বাইডেনের

রাশিদুল ইসলাম : [২] ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষিক বৈঠকে ভারতে বসবাসরত ‘বাইডেনদের’ সম্পর্কে জিজ্ঞেস করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সহাস্যে নরেন্দ্র মোদি বললেন, এ বিষয়ে তথ্য উপাত্ত নিয়েই হোয়াইট হাউসে এসেছেন তিনি। এনডিটিভি

[৩] শুক্রবার দ্বিপাক্ষিক বৈঠকের আগে এভাবেই হাল্কা হাস্য রসিকতা হয়েছে দুই নেতার মধ্যে।

[৪] শুক্রবার সন্ধ্যায় নরেন্দ্র মোদি হোয়াইট হাউসে উপস্থিত হলে তাকে স্বাগত জানান জো বাইডেন।

[৫] বাইডেন বলেন, ‘আজ যেখানে ভারতের প্রধানমন্ত্রী বসেছেন, সেখানে রোজই আমাদের ভাইস প্রেসিডেন্ট বসেন। যিনি ভারতীয় বংশোদ্ভূত। তার মা অত্যন্ত নামকরা বৈজ্ঞানিক।’

[৬] বাইডেন বলেন, ‘১৯৭২ সালে আমি যখন প্রথমবার সিনেটর হিসেবে নির্বাচিত হলাম, আমার বয়স তখন মাত্র ২৮ বছর। নির্বাচিত হওয়ার পরপরই আমি মুম্বাই থেকে একটি চিঠি পেলাম। যিনি চিঠিটি লিখেছিলেন, তার নামও বাইডেন।’

[৭] তবে পরের দিন ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ভারতে ৫ জন বাইডেন আছে।’

[৮] বাইডেনের কথার এ পর্যায়ে হেসে ফেলেন মোদি। বাইডেন বলতে থাকেন, ‘এর আগে একবার কৌতুকছলে আমি বলেছিলাম, ‘জর্জ বাইডেন নামে এক ব্যক্তির নাম আমি জানতে পেরেছি, যিনি ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে একটি ভারতীয় চা কোম্পানির ক্যাপ্টেন ছিলেন এবং একজন ভারতীয় নারীকে বিয়ে করে সেখানেই স্থায়ী হয়েছিলেন তিনি। কিন্তু পরে তার ব্যাপারে আর বিস্তারিত কিছু জানতে পারিনি।’

[৯] এরপর সহাস্যে বাইডেন মোদীকে জিজ্ঞেস করেন, ‘আমরা কি তাহলে সম্পর্কিত?’ মোদিও হেসে জবাব দেন, ‘নিশ্চয়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়