শিরোনাম
◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মুজিবনগর দিবস বাঙালির শৃঙ্খলমুক্তির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ১২:৫৫ দুপুর
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে সাদা সিংহের মৃত্যু

এ.এইচ.সবুজ: [২] গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে সাদা রঙের একটি সিংহের মৃত্যু হয়েছে।

[৩] শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে এ ঘটনা ঘটে। অতিরিক্ত গরমে হিটস্ট্রোকে সিংহটির মৃত্যু হয়েছে বলে ধারণা পার্ক কর্তৃপক্ষের।

[৪] শনিবার (২৫ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন পার্ক কর্তৃপক্ষ। তবে, কী কারণে সিংহটির মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ।

[৫] সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবির জানান, শুক্রবার বিকেল ৪টার দিকে পার্কের কোর সাফারির সিংহ বেস্টনিতে প্রতিদিনের মতো খাবার দিতে গেলে পাঁচটি সিংহের মধ্যে চারটি খেতে আসলেও সাদা রঙের সিংহটি আসেনি। নিথর দেহ পড়ে আছে।
পরে পার্কের কর্তব্যরত চিকিৎসককে খবর দেওয়া হলে তিনি ঘটনাস্থলে এসে সিংহটিকে পরীক্ষা করে মৃত বলে নিশ্চিত করেন। তবে ৮/৯ বছর বয়সে মারা যাওয়া সিংহটির মৃত্যুর কারণ জানাতে পারেনি পার্ক কর্তৃপক্ষ।

[৬] সাফারি পার্কে মোট ১৩টি সিংহ ছিল। এরমধ্যে সাদা রঙের ছিল মাত্র দুটি। একটি মারা যাওয়ায় এখন সাদা রঙের অপরটিসহ সিংহ রয়েছে মোট ১২টি।

[৭] পার্কের কর্মরত ভেটেনারি চিকিৎসক হাতেম সাজ্জাদ জুলকারনাইন জানান, মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তবে সিংহটি অত্যাধিক মোটা ছিল। তাই অতিরিক্ত গরমে হিটস্ট্রোক করে মারা যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

[৮] তিনি আরও জানান, সিংহটির কী কারণে মৃত্যু হয়েছে তা জানতে ময়নাতদন্তের জন্য ঢাকা সেন্ট্রাল ডিজিস ইনভেস্টিগেশন ল্যাবে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়