শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ১০:১৫ দুপুর
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ১০:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৩

জাহাঙ্গীর লিটন: [২] লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে চাপাতি, চুরিসহ ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

[৩] শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- কমলনগরের চরপাগলা এলাকার শাহজাহানের ছেলে মোঃ শাহীন (২৫), আব্দুল মতিনের ছেলে মোঃ সোহেল (৩৪), মুন্সিগঞ্জের শ্রীনগর থানাধীন কামারগাঁও এলাকার আমানত উল্যার ছেলে মোঃ আরিফ হোসেন (২৮)।

[৪] ২৪ সেপ্টেম্বর রাত ৯টার দিকে জেলা পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদ সংলগ্ন দক্ষিন পাশে ঝোপের ভিতর ১০/১৫ একদল ডাকাত বিভিন্ন স্থানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। গোপন সূত্রে এমন খবর পেয়ে ২৪ সেপ্টেম্বর গভীর রাতে সেখানে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যেতে থাকে। পরে ধাওয়া করে ৩ ডাকাতকে গ্রেফতার করা হয়।

[৫] লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন জানান, আসামীদের নিকট হইতে ৩ লোহার তৈরী ছোরা, কোরাবারি, স্কু-ড্রাইভার, এসএস স্টীল পাইপ, চাপাতি সহ ডাকাতির সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ দলের অপর সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়