শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৩১ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চার মাস পর খুলনা বিভাগে করোনায় মৃত্যু ‘শূন্য'

শরীফা খাতুন : খুলনা বিভাগে করোনা সাংক্রমণ কমেছে। ফলে চাপ কমেছে হাসপাতালগুলোতে। মৃত্যু ও শনাক্তের হার হ্রাস পেয়েছে। চার মাস পর গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগের ১০ জেলায় মৃতের সংখ্যা শূন্য। এমন সু খবরে স্বাভাবিকভাবেই স্বস্তিতে সবাই। এর আগে বিভাগে গত ২৭ মে করোনায় মৃত্যু শূন্য দিন ছিল।

গত ২৪ ঘন্টায় বিভাগে ১ হাজার ৮০ টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৫৪ জনের। যা নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩.৯১ শতাংশ। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১০ জন।

শুক্রবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে বৃহস্পতিবার খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে চার জনের মৃত্যু হয়েছিল। আর ৯ জুলাই বিভাগে সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু হয়েছিল।

খুলনা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, খুলনায় রোগী কম থাকায় সাধারণ রোগীদের জন্য ফের সেবা চালু করা হয়েছে খুলনা জেনারেল হাসপাতালে। শুধুমাত্র আইসিইউ বেড ছাড়া সাধারণ রোগীদের সেবা ফিরেছে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালেও।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ১১ হাজার ৮৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ১২৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫ হাজার ৭৯১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, বিভাগে নতুন করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ রোগী কুষ্টিয়ায় ২৫ জন করে। এ ছাড়া খুলনায় আট জন, বাগেরহাট চার জন, সাতক্ষীরায় তিন জন, যশোরে ছয় জন, নড়াইল শূন্য, মাগুরায় এক জন, ঝিনাইদহ দুই জন, চুয়াডাঙ্গায় চার জন ও মেহেরপুরে এক জনের করোনা শনাক্ত হয়েছে।

করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ৭৯৫ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু কুষ্টিয়ায় ৭৬৩ জনের। এ ছাড়া যশোরে ৪৮৮ জন, ঝিনাইদহে ২৬৫, চুয়াডাঙ্গায় ১৮৯, মেহেরপুরে ১৮১, বাগেরহাটে ১৪৪, নড়াইলে ১২১, মাগুরায় ৯০ ও সাতক্ষীরায় ৮৮ জনের মৃত্যু হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়