আসিফুজ্জামান পৃথিল: [২] একটি স্প্যানিশ পরওয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। তিনি কাতালুনিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি এই অঞ্চলের স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর বেলজিয়ামে পালিয়ে যান। বর্তমানে তিনি সেখানেই বসবাস করছেন। তিনি ইউরোপীয় পার্লামেন্টের একজন সদস্য। বিবিসি
[৩] তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ সার্ডিনিয়ার আল ঘেরো বিমান বন্দরে অপেক্ষা করছিলো। গ্রেপ্তারের পর তাকে আদালতে নেওয়ার কথা ছিলো। তার আইনজীবী জানান, পুজেমন বতেটি কাতালুনিয়ান লোক উৎসবে যোগ দিতে ভূমধ্যমাগরীয় দ্বীপটিতে যাচ্ছিলেন।
[৪] তাকে ছেড়ে দেওয়া হবে, না স্পেনের হাতে তুলে দেওয়া হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন সার্ডিনিয়ার বিচারক। ২০১৭ সালের গণভোট কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক বিপদে ফেলে দেয় স্পেনকে। সেসময় কাতালুনিয়ার আঞ্চলিক পার্লামেন্ট স্বাধীনতা ঘোষণা করে। এরপরেই মাদ্রিদ সে অঞ্চলে প্রত্যক্ষ শাসন চালু করে।
[৫] এরপর পুজেমন তার দুই বিদ্রোহী সহকর্মীসহ পালিয়ে যান। তবে বিদ্রোহী ভেট আয়োজনের জন্য স্পেন ৯ জন নেতাকে কারাদÐ দেয়। তবে চলতি বছরের জুনে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তাদের ক্ষমা করে দেন।
[৬] ২০১৯ সালে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য হন পুজেমন আর তার দুই সহকর্মী। তাকে কাতালান জাতির পিতা বলে মনে করে অনেক কাতালুনিয়া অধিবাসী।
আপনার মতামত লিখুন :