রাকিবুল আবির: [২] আগামী শুক্রবার হোয়াইট হাউজে মুখোমুখি বৈঠক করতে যাচ্ছেন ইন্দো-প্যাসিফিক কোয়াডে অন্তর্ভুক্ত যুক্তরাষ্ট্রসহ জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার শীর্ষ নেতারা। আলজাজিরা
[৩] ২০০৪ সালে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করেছে এই চার দেশ। ভারত মহাসাগরে ভূমিকম্পের কারণে সৃষ্ট সুনামির ক্ষয়ক্ষতি মোকাবেলায় ভূমিকা পালন করেছিলো চারটি দেশই। তবে নতুন করে আবার কোয়াড জোট সক্রিয় হয়ে উঠেছে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব বিস্তার ঠেকানোর জন্য। বেইজিংয়ের বিরুদ্ধে একসঙ্গে নিজেদের অবস্থান শক্ত করতে কাজ করতে প্রতিশ্রæতিবদ্ধ টোকিও, ক্যানবেরা, দিল্লিসহ ওয়াশিংটন।
[৪] চলতি বছরের মার্চ মাসেই প্রথম বারের মত ভার্চুয়াল বৈঠকের আয়োজন করেছে কোয়াড সদস্যভুক্ত দেশগুলো। তবে আগামী শুক্রবার প্রথমবারের মতো সরাসরি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।