শিরোনাম

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ১০:৪১ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ১০:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এবারো বাতিল নোবেল পুরস্কার অনুষ্ঠান

মাজহারুল ইসলাম : [২] তবে পুরস্কার বিজয়ীরা নিজেদের দেশ থেকে এই পুরস্কারের পদক ও সনদ গ্রহণ করতে পারবেন। বৃহস্পতিবার নোবেল ফাউন্ডেশনের তরফ থেকে এ তথ্য জানানো হয়েছে।
[৩] এর আগে গত বছরও করোনাভাইরাস সংক্রমণের কারণে পুরস্কার প্রদান অনুষ্ঠান বাতিল করা হয়। ডয়েচে ভেলে

[৪] নোবেল ফাউন্ডেশনের তরফ থেকে বলা হয়, অনেকেই মনে করেন করোনাভাইরাস মহামারী শেষ হয়ে গিয়েছে। কিন্তু আমরা এখনো সেখানে পৌঁছাতে পারিনি। পুরস্কারপ্রাপ্তদের উপস্থিতি ছাড়াই সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন এই বছরের পুরস্কার দেয়া হবে। রয়টার্স

[৫] নোবেল ফাউন্ডেশন আরও জানায়, এ অনুষ্ঠান টেলিভিশনে ও নোবেল প্রাইজের ডিজিটাল প্ল্যাটফর্মে স¤প্রচারিত করা হবে। তবে শান্তিতে নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠানের বিষয়ে এখনো সিদ্ধান্ত জানা যায়নি। কারণ এই পুরস্কার সাধারণত নরওয়ে থেকে দেওয়া হয়ে থাকে।

[৬] আগামী ৪ অক্টোবর থেকে ১১ অক্টোবরের মধ্যে চলতি বছরের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। সেখানে চিকিৎসা, পদার্থ, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে এই পুরস্কার দেওয়া হবে। ১০ ডিসেম্বর নোবেল দেওয়া হবে বৈজ্ঞানিক বিভাগ এবং সাহিত্যে পুরস্কার বিজয়ীদের। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়