শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৪৮ রাত
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চান্দিনায় তুলা ফ্যাক্টরিতে অগ্নিকান্ডে ২৩ লাখ টাকার ক্ষতি

টি. আর. দিদার : [২] কুমিল্লার চান্দিনায় একটি তুলা মিলে অগ্নিকান্ডের ঘটনায় অন্তত ২৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

[৩] বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ভোরে পৌরসভার ছায়কোট হোরেরপাড় এলাকায় হাজী আব্দুল মতিন মাস্টার তুলা মিলে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

[৪] জানা যায়, বুধবার সন্ধ্যায় মিলের কাজ শেষ করে শ্রমিকেরা বাড়ি ফিরে যান। বৃহস্পতিবার ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে মিলটিতে আগুন লেগে যায়। এসময় আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয় স্থানীয়রা। তাৎক্ষনিক খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

[৫] মিলের ম্যানেজার মো. রাশেদ জানান, আমার বাড়ি মিলের পাশে থাকায় আগুনের খবর পেয়ে সাথে সাথে ছুটে আসি ততক্ষণে সব পুড়ে শেষ। ফায়ার সার্ভিস অফিসে খবর দিলে তারা এখানে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। রাতে মিলে কেউ থাকে না বলে মিলের কোন শ্রমিক আহত হয়নি। আগুনে প্রায় ২৩ লাখ টাকার মালামাল পুড়ে যায়। সাথে অফিসে থাকা তিনটি ব্যাংক চেক, একটি এনআইডি কার্ডসহ মিলের যাবতীয় কাগজপত্রাদি পুড়ে যায়।

[৬] চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অনয় কুমার ঘোষ জানান, 'খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। প্রায় আধাঘন্টা চেষ্টায় আগুন নিভানো সম্ভব হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রাপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।'

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়