শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৩৬ রাত
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ১১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভাঙ্গনরোধে নেদারল্যান্ডসের আদলে কুয়াকাটা সৈকত রক্ষা করা হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

পটুয়াখালী প্রতিনিধিঃ [২] পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেছেন, তরিঘরি করে ভাঙ্গন প্রতিরোধ সম্ভব নয়। বিদেশী বিশেষজ্ঞরা রয়েছেন যারা নেদারল্যান্ড সহ আন্তর্জাতিক মানদন্ডে সৈকত রক্ষার কাজ করেছেন তাদের দিয়ে কক্সবাজার ও কুয়াকাটা সৈকত রক্ষার কাজ করা হবে।

[৩] বৃহস্পতিবার সন্ধ্যায় ভাঙ্গন কবলিত কুয়াকাটা সমুদ্র সৈকত পরিদশর্ন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরো বলেন, কক্সবাজার সৈকতের আগে কুয়াকাটায় সৈকত রক্ষার কাজ শুরু হবে। ৯৫০ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে যেটি বাস্তবায়িত হলে কুয়াকাটা হবে আরো দৃস্টিনন্দন। দেশী বিদেশী পর্যটকদের দৃষ্টি আকর্ষন করবে।

[৪] আপাতত অস্থায়ী ভাবে জিওটিউব দিয়ে বালুক্ষয় রোধের চেষ্টা করা হচ্ছে। যাতে সৈকত আরো প্রশস্ত হবে। পরবর্তীতে এখানে স্থায়ী গ্রোয়েন বাঁধ নির্মাণ করা হবে।

[৫] এসময় পানি উন্নয়ন বোর্ডর মহাপরিচালক ফজলুর রশিদ, জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন, সাধারন সম্পাদক বীর মুক্তযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার সহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়