শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৫২ বিকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাওরের পর্যটন স্পটগুলোতে পর্যটক বাড়লেও বাড়েনি সুযোগ-সুবিধা

নুর উদ্দিন: [২] পর্যটন শিল্পের অপার সম্ভাবনাময় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর, বারেকটিলা, যাদুকাটা নদী, সীমান্ত ছড়া, শহীদ সিরাজলেক, শিমুল বাগান, লাকমাছড়াসহ একাধিক পর্যটন স্পট ব্যাপক পরিচিতি লাভ করেছে।

[৩] পর্যটন স্পটগুলো পর্যটক ও দর্শনার্থীদের কাছে জনপ্রিয় হয়ে উঠলেও তাদের নিরাপত্তায় নেই পর্যাপ্ত ব্যবস্থা। নিরাপত্তার জন্য ট্যুরিস্ট পুলিশের জন্য দাবি জানিয়ে আসলেও কোন সুফল পাওয়া যায়নি আজও।

[৪] প্রয়োজনীয় জনবল বেশি না থাকায় পর্যটকদের নিরাপত্তা দিতে হিমশিম খাচ্ছে তাহিরপুর থানা পুলিশ। শুধু নিরাপত্তাই নয়, নেই দিকনির্দেশক সাইনবোর্ড, ঝড়-বৃষ্টির দিনে নিরাপদ অবস্থানের স্থান, থাকা ও খাওয়ায় ভালোমানের হোটেল ও রেস্টুরেন্ট নেই। ফলে পর্যটকদের দুর্ভোগ পোহাতে হয়।

[৫] দর্শনীয় স্থানকে কেন্দ্র করে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থী ও পর্যটকগণ ভিড় জমান। তাদের আগমন বেশী বর্ষায়। এ সময় এসেই তারা ভাড়ায় ইঞ্জিনচালিত নৌকা নিয়ে ছুটে যান টাঙ্গুয়ার হাওরসহ অন্যান্য স্থানে। এসব নৌকা নিয়ে পর্যটকরা কখনও টাঙ্গুয়ার হাওর, ট্যাকেরঘাট এলাকায় ও কেউ কেউ যাদুকাটা নদীতে রাতে কোনো ধরনের নিরাপত্তা নিশ্চিত না করেই রাতযাপন করেন। এতে করে বড় ধরনের অঘটনের শঙ্কা রয়েছে বলে মনে করেন সচেতন মহল।

[৬] ঢাকা টুরিস্ট'র প্রধান মো. মোস্তাফিজুর রহমান বলেন, হাওরে ঝড়-বৃষ্টির দিনে অবস্থান, স্থায়ীভাবে হোটেল, পাবলিক টয়লেট না থাকায় ট্যুরিস্টদের অনেক সমস্যা হয়। এছাড়াও নিরাপত্তার জন্য ট্যুরিস্ট পুলিশ থাকলে অনেক ভাল হত।

[৭] টাঙ্গুয়ার হাওরপাড়ের বাসিন্দা সাদেক মিয়া বলেন, টাঙ্গুয়ার হাওরে প্রতিদিনই হাজার হাজার পর্যটক আসেন। কিন্তু নিরাপত্তার বিষয়ে আমরাও থাকি দুশ্চিন্তায়।

[৮] তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার জানান, পুলিশ সুপার স্যারের নির্দেশে এই এলাকায় আসা প্রতিদিন হাজার হাজার পর্যটকগণকে আমাদের জনবল কম থাকার পরও সাধ্যমত সর্বোচ্চ নিরাপত্তা দেবার চেষ্টা করছি।

[৯] তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণাসিন্ধু চৌধুরী বাবুল বলেন, পর্যটন স্পটগুলোতে আগত পর্যটক ও দর্শনার্থীদের নিরাপত্তার জন্য ট্যুরিস্ট পুলিশ ও দিকনির্দেশক সাইনবোর্ড স্থাপনের ব্যবস্থা করা খুবই প্রয়োজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়