শিরোনাম

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৩২ সকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাবুল ইউনিভার্সিটিতে তালিবানের নিয়োগ করা নারীবিদ্বেষী চ্যান্সেলরের বিরুদ্ধে সরব সামাজিক গণমাধ্যম

সালেহ্ বিপ্লব: [২] সোমবার নিয়োগ পেয়েছেন আশরাফ ঘাইরাত। এ খবর প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে তার সাম্প্রতিক অতীত তুলে ধরে নিয়োগের নিন্দা জানিয়েছেন অনেকে। তিনি টুইটারে এমন সব কথা লিখেছিলেন, যা একজন চ্যান্সেলরের জন্যে মানানসই নয়। দ্য প্রিন্ট

[৩] গত বছরের ৩০ জুন এক টুইটে সাংবাদিকদের হত্যা করার আহ্বান জানান। তিনি লিখেছিলেন, ১০০ পুলিশ বা মিলিশিয়ার চেয়ে একজন গুপ্তচর সাংবাদিক অনেক বেশি বিপদজনক। যারা সাংবাদিকদের হত্যা করা থেকে বিরত রয়েছে, তাদের ঈমানের ব্যাপারে আমার সংশয় রয়েছে। গুপ্তচর সাংবাদিকদের হত্যা করো, মিডিয়াকে চেপে ধরো।

[৪] আশরাফ ঘাইরাত এই টুইটটি পরে মুছে ফেলেন। কিন্তু স্ক্রিনশট রয়ে গেছে অনেকের কাছে। তারা সেটি টুইটারে পোস্ট করেছেন।

[৫] নিলুফার শাহ নামের একজন টুইটার ব্যবহারকারী স্ক্রিনশটে তুলে ধরেছেন আশরাফ ঘাইরাতের ক্লাসমেট আরিফ বাহরামীর একটি ফেসবুক পোস্ট।

[৬] বাহরামী সেই পোস্টে লিখেছিলেন, কাবুল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে পড়ার সময় তিনি আশরাফ ঘাইরাতকে দেখেছেন। প্রচণ্ড নারীবিদ্বেষী ছিলেন আশরাফ। নারী সহপাঠী ও শিক্ষকদের প্রতি তিনি অশ্রদ্ধা দেখাতেন।

[৭] বাহরামী তার ফেসবুকে এও উল্লেখ করেন, পড়ালেখায় মোটেও ভালো ছিলেন না আশরাফ। কোনো রকমে পাস করে গেছেন।

[৮] চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েই ঘাইরাত একটি টুইট করেন এবং সেটা আবার মুছেও দেন। টুইটে তিনি লিখেছিলেন, তিনি কাবুল বিশ্ববিদ্যালয়কে পশ্চিমা ও নাস্তিক্যবাদী চিন্তা থেকে মুক্ত করবেন। অশ্লীলতা ও নৈতিক দুর্নীতি দূর করবেন।

[৯] বিতর্কিত এই শিক্ষককে নিয়োগের আগে কাবুল ইউনিভার্সিটির চ্যান্সেলর ছিলেন প্রফেসর ড. ওসমান বাবরী। ২০২০ সালের মে মাসে নিয়োগ পাওয়া প্রফেসর বাবরী ফার্মাসিউটিক্যাল সায়েন্সে বিএসসি ও এমএসসি পড়েছেন রাশিয়ায়। ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন জার্মানি থেকে।

[১০] প্রফেসর বাবরীর স্থলাভিষিক্ত হওয়া আশরাফ ঘাইরাতের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে এখনো জানা যায়নি। তবে কোনভাবেই তিনি কাবুল ইউনিভার্সিটির চ্যান্সেলর হওয়ার যোগ্য নন, লিখেছেন নেটিজেনরা।

[১১] তবে আফগানিস্তানের অনলাইন পোর্টাল খামা ডটকম লিখেছে, আশরাফ ঘাইরাত শুধুমাত্র স্নাতক পাস করেছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়