শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৪:২৪ সকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৪:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রংপুরে বেড়েছে হ্যান্ড-ফুট অ্যান্ড মাউথ রোগীর সংখ্যা

নিউজ ডেস্ক: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হ্যান্ড, ফুট অ্যান্ড মাউথ নামে নতুন এক রোগে আক্রান্ত হয়ে শতাধিক শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এই রোগে আক্রান্ত শিশুদের হাত-পায়ে এবং মুখে ফোসকা দেখা দেয়। বাচ্চারা খাবার খেতে পারে না। বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলার ৯ ও ১০ নম্বর শিশু ওয়ার্ড এবং নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে খোঁজ নিয়ে জানা গেছে, মোট ১১৭টি শয্যার বিপরীতে অনেক বেশি শিশু ভর্তি আছে। ইত্তেফাক

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের রেজিষ্ট্রার ডাঃ আ.ন.ম তানভীর চৌধুরী বলেন, ‘এই সময়ে শিশু ওয়ার্ডগুলোতে রোগীর সংখ্যা বৃদ্ধি পায়। প্রতিদিন ৭০ থেকে ৮০ জন নতুন শিশু রোগী বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। এ বছরই প্রথম উল্লেখযোগ্য পরিমাণে হ্যান্ড, ফুট অ্যান্ড মাউথ নামে নতুন রোগে আক্রান্ত শিশুরা চিকিৎসা নিতে হাসপাতালে আসছে। গত ২ মাস ধরে এই রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রতিদিন গড়ে ৪ থেকে ৫ জন শিশু এ ধরনের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসছে। মূলত কক্সকি ভাইরাসের মাধ্যমে এই রোগ ছড়ায়। তিনি বলেন, এতে ভয়ের কিছু নেই। এই রোগে শিশুদের পুষ্টিকর খাবারের পাশাপাশি পানি এবং তরল খাবার বেশি করে খাওয়াতে হবে। এছাড়া আক্রান্ত শিশুদের কাছে অন্য শিশুরা যাতে না আসে তা খেয়াল রাখতে হবে। সাধারণত দেড় বছর থেকে শুরু করে ৬ বছরের শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ অতনু বসাক বলেন, বর্তমানে শিশু ওয়ার্ডে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন যে সংখ্যায় শিশুরা হাসপাতালে ভর্তি হচ্ছে এর শতকরা ৫০ ভাগ নবজাতক। এ বছর বেশি হ্যান্ড, ফুট অ্যান্ড মাউথ রোগ নিয়ে শিশুরা হাসপাতালে আসছে। এই রোগে অভিভাবকদের আতঙ্কিত না হয়ে শিশুদের বেশি করে পুষ্টিকর খাবার খাওয়াতে পরামর্শ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ রেজাউল করিম বলেন, এটি কোন নতুন রোগ নয়। যেকোনো কারণে এর প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এ রোগের প্রয়োজনীয় চিকিৎসা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়