শিরোনাম
◈ আড়াই বছর পর ক‌্যাম্প ন‌্যু‌য়ে ফিরে বার্সেলোনা শ‌নিবার ম‌্যাচ খেল‌বে ◈ বড় রাজনৈতিক দলের নেতারা মানছেন না নির্বাচনী আচরণবিধি, কঠোর হওয়ার পরামর্শ ◈ সাংবাদিক খাশোগি ‘অত্যন্ত বিতর্কিত’ ছিলেন, সৌদি যুবরাজের পক্ষে দাবি ট্রাম্পের  ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড: শেখ হাসিনার রায় কীভাবে কার্যকর হবে ◈ উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে ২৫ কোটি টাকার ক্যাম্পেইন চালু করতে যাচ্ছে সরকার ◈ বিএনপির বিশেষ নির্দেশনা তারেক রহমানের জন্মদিন নিয়ে ◈ প্রবাসীদের পোস্টাল ভোট: ৫ দিনে নিবন্ধন বাধ্যতামূলক, অঞ্চলভিত্তিক সময়সূচি ঘোষণা ইসির ◈ সোনার নতুন দাম, কত কমলো? ◈ ২২ বছরের অপেক্ষা শেষে ভারতকে হারাল বাংলাদেশ ◈ হাসিনা-কামালকে ফেরাতে ভারতের কাছে পাঠানোর চিঠি প্রস্তুত হচ্ছে : পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৪:২৪ সকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৪:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রংপুরে বেড়েছে হ্যান্ড-ফুট অ্যান্ড মাউথ রোগীর সংখ্যা

নিউজ ডেস্ক: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হ্যান্ড, ফুট অ্যান্ড মাউথ নামে নতুন এক রোগে আক্রান্ত হয়ে শতাধিক শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এই রোগে আক্রান্ত শিশুদের হাত-পায়ে এবং মুখে ফোসকা দেখা দেয়। বাচ্চারা খাবার খেতে পারে না। বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলার ৯ ও ১০ নম্বর শিশু ওয়ার্ড এবং নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে খোঁজ নিয়ে জানা গেছে, মোট ১১৭টি শয্যার বিপরীতে অনেক বেশি শিশু ভর্তি আছে। ইত্তেফাক

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের রেজিষ্ট্রার ডাঃ আ.ন.ম তানভীর চৌধুরী বলেন, ‘এই সময়ে শিশু ওয়ার্ডগুলোতে রোগীর সংখ্যা বৃদ্ধি পায়। প্রতিদিন ৭০ থেকে ৮০ জন নতুন শিশু রোগী বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। এ বছরই প্রথম উল্লেখযোগ্য পরিমাণে হ্যান্ড, ফুট অ্যান্ড মাউথ নামে নতুন রোগে আক্রান্ত শিশুরা চিকিৎসা নিতে হাসপাতালে আসছে। গত ২ মাস ধরে এই রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রতিদিন গড়ে ৪ থেকে ৫ জন শিশু এ ধরনের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসছে। মূলত কক্সকি ভাইরাসের মাধ্যমে এই রোগ ছড়ায়। তিনি বলেন, এতে ভয়ের কিছু নেই। এই রোগে শিশুদের পুষ্টিকর খাবারের পাশাপাশি পানি এবং তরল খাবার বেশি করে খাওয়াতে হবে। এছাড়া আক্রান্ত শিশুদের কাছে অন্য শিশুরা যাতে না আসে তা খেয়াল রাখতে হবে। সাধারণত দেড় বছর থেকে শুরু করে ৬ বছরের শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ অতনু বসাক বলেন, বর্তমানে শিশু ওয়ার্ডে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন যে সংখ্যায় শিশুরা হাসপাতালে ভর্তি হচ্ছে এর শতকরা ৫০ ভাগ নবজাতক। এ বছর বেশি হ্যান্ড, ফুট অ্যান্ড মাউথ রোগ নিয়ে শিশুরা হাসপাতালে আসছে। এই রোগে অভিভাবকদের আতঙ্কিত না হয়ে শিশুদের বেশি করে পুষ্টিকর খাবার খাওয়াতে পরামর্শ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ রেজাউল করিম বলেন, এটি কোন নতুন রোগ নয়। যেকোনো কারণে এর প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এ রোগের প্রয়োজনীয় চিকিৎসা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়