শিরোনাম
◈ আমাদের মূল দায়িত্ব নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা: র‌্যাব মহাপরিচালক ◈ বাইরের চাপের কাছে বাঙালি নতি স্বীকার করে না: প্রধানমন্ত্রী ◈ আওয়ামী লীগ সরকার স্মার্ট লুটপাটের বাজেট দিয়েছে: মির্জা ফখরুল ◈ সংলাপের কোনো বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ হাইতিতে ৫.৫ মাত্রার ভূমিকম্প, নিহত ৪ ◈ সরকার সর্বোতভাবে নির্বাচন কমিশনকে সহায়তা করছে: তথ্যমন্ত্রী ◈ আগামী বছর বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কম হবে: বিশ্বব্যাংক ◈ এমন কোনো রাজনৈতিক সংকট তৈরি হয়নি যে জাতিসংঘের হস্তক্ষেপ করতে হবে: কাদের ◈ ছয় দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ সিলেটে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ১৫, আহত ১৩

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৯:০১ রাত
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৯:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাবতলী থেকে আমিনবারে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সওজ

এম এ হালিম: [২] সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের প্রশস্তকরনের জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় মহাসড়কের গাবতলী সেতু থেকে সালেহপুর সেতু পর্যন্ত মহাসড়কের দুই পাশের আড়াই কিঃ মিঃ এলাকায় অবৈধভাবে নির্মিত দুই শতাধিক স্থাপনা উচ্ছেধ করা হয়েছে। এছাড়া সড়ক ও জনপথ অধিদপ্তরের অধিগ্রহনকৃত প্রায় ২০ একর জমি উদ্ধার করা হয়েছে।

[৩] বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানের নেতৃত্বে থাকা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান মিয়া।

[৪] এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান মিয়া বলেন, গত ২০ সেপ্টেম্বর থেকে আমরা রাজধানীর গাবতলী সেতু থেকে সাভারের আমিনবাজার সালেহপুর সেতুর দুই পাশে অবৈধভাবে সড়ক ও জনপথ অধিদপ্তরের অধিগ্রহণ করা জমিতে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছি। বুধবার বিকেল পর্যন্ত তিন দিনব্যাপী অভিযানে প্রায় আড়াই কিঃমিঃ এলাকার দুই শতাধিক অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে। চলমান এ অভিযানে আমাদের ২০ একরের মতো অধিগ্রহণ করা সম্পত্তি উদ্ধার করা হয়েছে। ভবিষ্যতেও জনগণের চলাচলের সুবিধার্থে এবং মহাসড়ক প্রশস্তকরনের কাজে যাতে বাঁধার সৃষ্টি না হয় সেজন্য অভিযান অব্যাহত থাকবে।

[৫] অভিযান চলাকালে সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী মারুফ হাসান, প্রকৌশলী রাশেদ ভূইয়াসহ ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ, থানা পুলিশ ও স্বেচ্ছাসেবীসহ সড়ক ও জনপথ অধিদপ্তরের দুই শতাধিক শ্রমিক অংশগ্রণ করেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়