শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৮:১০ রাত
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৮:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কলাপাড়ায় দু’গ্রুপ জেলের সংঘর্ষে আহত ১৫

উত্তম কুমার: [২] পটুয়াখালীর কলাপাড়ায় ট্রলাওে ট্রালারে ধাক্কা লাগা নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জেলে আহত হয়েছে।

[৩] বুধবার (২২ সেপ্টেম্বর) শেষ বিকালে উপজেলার মৎস্য বন্দর আলীপুর আৎড়ঘাটে এ ঘটনাটি ঘটে।

[৪] গুরুতর আহত উভয় পক্ষের মাহাতাব মাতুব্বর (২৮), রকিবুল হাওলাদার (২৮), দুলাল হাওলাদার (৫০), মামুন মুসুল্লী (২৩) ও হাসান মাতুব্বর (২৪) কে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৫] স্থানীয় ও আহত জেলেদের সূত্রে জানা যায়, আলীপুরের মনিফিস নামের একটি অড়ৎ ঘাটে রাকিবের মাছধরার একটি ট্রলার নোঙ্গর করা ছিল। এসময় দোলোয়ার মুসুল্লির ট্রলার এসে ধাক্কা দিলে জেলেদের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায় উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে দুই গ্রুপের অন্তত ১৫ জেলে আহত হয়। এর মধ্যে ১০ জন প্রাথমিক চিকিৎসায় নিয়েছে। বাকি ৫ জন জেলেকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

[৬] কুয়াকাটা-আলীপুর মৎস্য আড়ৎ সমবয় সতির সভাপতি মো. অনছার উদ্দিন মোল্লা বলেন, মৎস্য আড়ৎ ঘাটে ট্রলার নোঙ্গর করাকে কেন্দ্র করে দুই গ্রুপ জেলেদের মাঝে সংঘর্ষ হয়। তাৎক্ষনিক ঘটনাস্থালে পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

[৭] মহিপুর থানার ওসি মো.মনিরুজ্জামান বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়