শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৫১ বিকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মানিকগঞ্জে কৃষক হত্যা মামলায় একজনের আমৃত্যু কারাদণ্ড

সোহেল হোসেন: [২] মানিকগঞ্জ সদর উপজেলার আন্ধারমানিক এলাকায় কৃষক মৃত কালীচরণ মন্ডল হত্যা মামলায় এক জনকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

[৩] বুধবার(২২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উতপল ভট্টাচার্য এই রায় দেন।

[৪] দণ্ডপ্রাপ্ত আসামি মো. আজাদ (২৮) সদর উপজেলার আন্ধারমানিক গ্রামের আজাহার আলীর ছেলে।

[৫] মামলা সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ১ জানুয়ারি দুপুরে দিকে মানিকগঞ্জ পৌরসভার আন্ধারমানিক এলাকার গ্রীণভ্যালী হ্যাচারীর পশ্চিম পাশে নিজের সরিষা ক্ষেতে কাজ করছিলেন ভিকটিম মৃত কৃষক কালিচরণ মন্ডল। এসময় আসামি আজাদ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে হত্যা করে এবং একটি হাত কর্তন করে। এরপর মৃত কালিচরণের কর্তিত হাতসহ বেউথা ঘাট এলাকায় থেকে পুলিশ আসামি আজাদকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ওই দিনই ভিকটিমের ছেলে গোপাল মন্ডল বাদি হয়ে আজাদকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন।

[৬] মামলার বাদি গোপাল মন্ডল বলেন, আসামি আজাদকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেছেন আদালত। আমি ও আমার পরিবারসহ এলাকাবাসী আদালতের এ রায়ে সন্তুষ্ট। আমার বাবার হত্যার সঠিক বিচার পেয়েছি।

[৭] এ মামলায় ১৩ জনের সাক্ষী ও ৪ জন সাফাই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামি উপস্থিতিতে আদালত এ রায় প্রদান করেছেন। উক্ত মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন আইনজীবী মথুর নাথ সরকার এবং আসামি পক্ষে ছিলেন এটিএম শাজাহান। রায় প্রদাণের সময় আসামি আজাদ আদালতে উপস্থিত ছিলেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়