শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৫২ বিকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তানে খেলতে না পারায় আমি খুব হতাশ: টম ল্যাথাম

স্পোর্টস ডেস্ক: [২] নিরাপত্তার শঙ্কায় নিউজিল্যান্ডের পাকিস্তান সফর স্থগিত হওয়ায় হতাশা প্রকাশ করেছেন পাকিস্তান সফরে নিউজিল্যান্ডের অধিনায়কের ভূমিকায় থাকা টম ল্যাথাম। বাংলাদেশ সফর শেষ করে পাকিস্তান সফরে যাওয়া কিউইরা পাকিস্তানের বিপক্ষে খেলতে মুখিয়ে ছিল বলে জানিয়েছেন তিনি।

[৩] গত শুক্রবার ওয়ানডে সিরিজ শুরুর আগমুহূর্তে আকস্মিক ঘোষণায় সফর বাতিল ঘোষণা করে দেশে ফিরে যাওয়ার কথা জানায় নিউজিল্যান্ড। বিষয়টি পাকিস্তানের জন্য ছিল বিনা মেঘে বজ্রপাতের মত। ল্যাথামের কাছে কেমন ছিল?

[৪] টম ল্যাথাম জানান, দিনটি অন্যান্য ম্যাচ ডে এর মতই স্বাভাবিক ছিল। সাড়ে বারোটায় রুম ছাড়ার কথা ছিল। তার আগে হোয়াটসঅ্যাপ গ্রুপে ম্যাসেজ পাই, বারোটায় মিটিং আছে। সবাই ভাবছিলেন কেন হঠাৎ মিটিং ডাকা হল। এরপর সবাই জানলাম, আমরা বাড়ি ফিরে যাচ্ছি।

[৫] সিরিজ বাতিল হওয়ায় পাকিস্তানের রক্তক্ষরণ অনুধাবন করতে পারছেন ল্যাথামও। ১৮ বছর পর পাকিস্তান সফরে যাওয়া নিউজিল্যান্ডের জন্যও এটা হতাশাজনক, এমন ইঙ্গিত দিয়ে ল্যাথাম বলেন, এই সিরিজ নিয়ে পাকিস্তান অনেক গর্বিত ছিল। সিরিজ বাতিল হওয়া তাদের জন্য খুবই হতাশাজনক। ম্যাচের আগের দিন বাবরকে দেখে বুঝেছিলাম নিউজিল্যান্ডকে ঘরের মাঠে পেয়ে ও কত খুশি ছিল। ১৮ বছর পর নিউজিল্যান্ডের খেলতে যাওয়া ঐতিহাসিক ব্যাপার ছিল।

[৬] এই সফরের অংশ হতে পারা বিশেষ কিছু ছিল। কিন্তু এখন সব বদলে গেছে। সিরিজ বাতিলের সিদ্ধান্তের পরও পাকিস্তান আমাদের দারুণ আতিথেয়তা দিয়েছে। তারা আমাদের নিরাপদে রেখেছিল, ধন্যবাদ দিতেই হবে। স্কাই স্পোর্টস

  • সর্বশেষ
  • জনপ্রিয়