রিয়াজুর রহমান: [২] পরিহন মালিক শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার ঘোষণার পর বন্দরে মালামাল লোড আনলোড শুরু হয়। কর্মচাঞ্চল্য ফিরে আসে চট্টগ্রাম বন্দরে।
দুইদিন অচলাবস্থার পর বুধবার বিকেল থেকে চট্টগ্রাম বন্দরে পণ্য পরিবহন শুরু হয়েছে।
[৩] বুধবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকের পর ট্রাক মালিক-শ্রমিক নেতারা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন।
[৪] জানা গেছে, ১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে গত মঙ্গলবার থেকে সারাদেশে ৩ দিনের ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ডাকে মালামাল পরিবহন ধর্মঘট শুরু হয়। এ ধর্মঘট বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত চলার কথা ছিল।
[৫] সারাদেশের এ পণ্য পরিবহন ধর্মঘটের কারণে গত মঙ্গলবার প্রথম দিনেই অচল হয়ে পড়ে চট্টগ্রাম বন্দর। ধর্মঘটের ফলে চট্টগ্রামে কনটেইনার পরিবহনে ব্যবহৃত প্রাইম মুভার (ট্রেইলার), কাভার্ডভ্যান ও ট্রাকসহ বন্দর থেকে পণ্যবাহী সব গাড়ি বন্ধ হয়ে যায়। এর ফলে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেনার পরিবহন বন্ধের পাশাপাশি জাহাজের কন্টেনার হ্যান্ডলিং বন্ধ হয়ে পড়ে।
[৬] বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানায়, পরিবহন ধর্মঘট প্রত্যাহার ঘোষণার পরপরই বন্দরে পণ্য লোড আনলোড শুরু হয়েছে। একই সাথে বন্দর থেকে আমদানীকৃত পণ্য সারাদেশে পরিবহন শুরু হয়েছে।
[৭] চট্টগ্রাম প্রাইম মুভার শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মাইনুদ্দিন জানান, দুপুরে (২২ সেপ্টেম্বর, বুধবার) ১২টার দিকে ১৫ দফা দাবি আদায়ে ৭২ ঘণ্টার ধর্মঘট ডাকা ট্রাক-কাভার্ডভ্যান-প্রাইম মুভার মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। কাভার্ডভ্যান, ট্রাক, প্রাইম মুভার পণ্য পরিবহনকারী মালিক-শ্রমিক অ্যাসোসিয়েশনের ১৮ জন নেতা বৈঠকে অংশ নিয়েছেন। বৈঠকে দীর্ঘ আলোচনার মাধ্যমে সরকার দাবি মেনে নেয়ার প্রেক্ষিতে কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।