শিরোনাম

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০২:৩৭ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কামরুল হাসান মামুন: বাংলা মাধ্যমকে নষ্ট করার কারণেই ইংরেজি মাধ্যমের জনপ্রিয়তা বৃদ্ধির অন্যতম একটা কারণ

কামরুল হাসান মামুন: অনেকের প্রশ্ন আমি দেশ উন্নয়নে বাংলা মাধ্যমের গুরুত্ব নিয়ে এত লিখি অথচ আমার নিজের কন্যারা ইংরেজি মাধ্যমে কেন? বাংলা মাধ্যমের কাররিকুলাম খারাপ হলে আমি এত সমালোচনা করি কেন। ভাবলাম তার একটা উত্তর দেওয়া উচিত। মানুষের মনে প্রশ্ন আসাই স্বাভাবিক।

আমার মেয়ে ইংরেজি মাধ্যমের বলে কি আমি বাংলা মাধ্যম নিয়ে কথা বলতে পারব না? আমিতো বাংলা মাধ্যমের এবং আমিতো নতুন কাররিকুলাম চালু করার পেছনের কারিগর না। আমার মেয়ে বাংলাদেশী এবং একই সাথে সে বিদেশীও। ওর মা বাংলাদেশী নয়। মেয়ের উপর আমার যতটা অভিবাকত্ত্ব আছে ঠিক ততটাই তার মায়ের আছে। ওর মা বাংলাদেশে আসার সিদ্ধান্তটা আমার কাছে তার একটা বড় স্যাক্রিফাইস বলে ধরি। কারণ আমিতো পারিনি তার অনুরোধ শুনে বিদেশে থেকে যেতে। তাই তার কথার বেশি গুরুত্ব দিয়ে তার দায় কিছুটা মেটানোর দায়ও আমার আছে যেটা অন্যদের ক্ষেত্রে নাই। আমার স্ত্রী বাংলাদেশের বাংলা মাধ্যমের কাররিকুলাম আগে থেকেই পছন্দ না। তার মত অনেকেরই পছন্দ না বলেই অভিবাবকরা ইংরেজি মাধ্যম মুখী হয়। বাংলা মাধ্যমকে নষ্ট করার কারণেই কিন্তু ইংরেজি মাধ্যমের জনপ্রিয়তা বৃদ্ধির একটা অন্যতম কারণ। সেই বাংলা মাধ্যমকে আরো নষ্ট করলে মানুষ আরো বেশি ইংরেজি মাধ্যম মুখী হবে। তাছাড়া আমার বড় কন্যার যখন স্কুলে ভর্তির সময় আসে তখন মেয়েদের ভালো স্কুল মাত্র কয়েকটা। ভর্তির ফর্ম পেতে ভোর রাতে লাইন দিতে হতো। ভর্তি পরীক্ষার জন্য কোচিং করাতে হতো। ভালো ফলাফলের জন্য বয়স লুকাতে হতো। এইসব পথে না যাওয়ার সিদ্ধান্ত আমার কন্যাকে বাংলা মাধ্যমে ভর্তি না করানোর সিদ্ধান্তের একটি কারণ।

আমার কন্যা ছাড়াও আমার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার আছে যারা বাংলা মাধ্যমে পড়ে। আমি একটা সিস্টেম নিয়ে কথা বলেছি। আমার মেয়ে ইংরেজি মাধ্যমের বলে আমিতো বাংলা মাধ্যমের ক্ষতি করতে চাইতে পারিনা। আমার মেয়ে ইংরেজি মাধ্যমে হওয়ায় আমি যদি বাংলা মাধ্যমের ক্ষতি হচ্ছে জেনেও চুপ করে থাকতাম বা বাহবা দিতাম কিংবা ক্ষমতা আছে বলে ক্ষতি করতাম তাহলে আমাকে ভর্ৎসনা করা যেত। বলা যেত শীঘ্রি মর মর। কিন্তু অন্যায়ের প্রতিবাদের ৬৪ কলা শিখেছে যেই মানুষটি সে অন্যায় হচ্ছে জেনেও চুপ থাকবে কি করে? আর চুপ থাকলে কি ভালো হতো? আমরা সবাই যদি চুপ থাকি তাহলে মানুষ আরো বেশি করে ইংরেজি মাধ্যম মুখী হবে যা আদৌ কাম্য নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়