শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২১, ০৯:০০ রাত
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২১, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিভিন্ন প্রতিবন্ধকতায় অচলাবস্থায় পোশাক খাত, ব্যবস্থা গ্রহণে স্বরাষ্ট্রমন্ত্রীকে বিজিএমইএ নেতাদের অনুরোধ

শরীফ শাওন: [২] পোশাক খাতের উদ্যোক্তারা জনান, সড়কপথে বাংলাদেশ কাভার্ড ভ্যান-ট্রাক-প্রাইমমুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ট্রাকচালক শ্রমিক ফেডারেশন আজ থেকে তিন দিনের জন্য কর্মবিরতি শুরু করেছে। এছাড়াও ক্রেতাদের তুমুল চাহিদার কারনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কনটেইনার কার্গোর জট সৃষ্টি হয়েছে। অথচ, রপ্তানি পণ্য তাৎক্ষনিক স্ক্যানিং করার জন্য বিমান বন্দরে পর্যাপ্ত ইডিএস মেশিন নেই। বর্তমানে একটি মেশিন সচল আছে এবং আরেকটি দীর্ঘদিন ধরে বিকল রয়েছে।

[৩] এটি টাইম বাউন্ড শিল্প জানিয়ে তারা বলেন, ক্রেতাদের শর্ত মেনে উদ্যোক্তাদের উৎপাদন ও রপ্তানি কার্যক্রম পরিচালনা করতে হয়। করোনা মহামারির পর রপ্তানির বাজার খোলায় প্রচুর ক্রয়াদেশ আসছে। মহামারির কারনে দোকান ফাঁকা বলে অনেক ক্রেতা এয়ার ফ্রেইটে পণ্য পাঠাতে বলেছে। এ মুহুর্তে কর্মবিরতির কারনে সড়কপথে পণ্য পরিবহন বন্ধ হলে তা শিল্পকে ক্ষতিগ্রস্ত করবে। আবার ক্রেতাদের চাহিদা মতে, বেনাপোল দিয়ে কোলকাতা বিমান বন্দর থেকে স্ক্যানিং করা হলে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হবে, অন্যদিকে উৎপাদন ব্যয় বেড়ে যাবে।

[৪] বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি এস এম মান্নানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সোমবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে তার বাসভবনে সাক্ষাতকালে এসকল বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। এসময় মন্ত্রী শিগগিরই সমাধানে আশ্বস্ত করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়