শিরোনাম
◈ দেশে নিবন্ধিত কোচিং সেন্টার ৬,৫৮৭, অনিয়ন্ত্রিত আরো বহু; নীতিমালা শূন্যতায় বাড়ছে বাণিজ্যিকীকরণ ◈ অনলাইন জুয়ার অর্থ লেনদেনে দুই অভিনেত্রী গোয়েন্দা নজরে ◈ রাবি হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩৯ প্রার্থী ◈ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যেভাবে ধরা পড়ল ৫০ প্রতারক! (ভিডিও) ◈ জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ কয়েকটি দল যুগপৎ আন্দোলনে নাম‌ছে, কিন্তু কেন ◈ ভ্যালেন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৬ গোল ◈ পিআর আদায়ে আন্দোলনে রাজনৈতিক দলগুলোতে মতভেদ ◈ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ কোচ ◈ ফরিদপুরে মহাসড়ক-রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে মামলা ◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৪২ বিকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিচারকের করোনা, পিছিয়ে গেলো আবরার হত্যা মামলার যুক্তিতর্ক শুনানি

খালিদ আহমেদ: [২] বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার সোমবারের শুনানি পিছিয়ে আগামী ২০ অক্টোবর দিন ধার্য করা হয়।

[৩] ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ এই মামলার বিচার চলছে। গত বুধবার ও বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক শুনানি করে। এরপর ট্রাইব্যুনাল সোমবার দিন ধার্য করেন। আজ রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক পরবর্তী তারিখ ধার্য করেন।

[৪] বিশেষ পিপি আবু আবদুল্লাহ ভূঁঞা বলেন, বিচারক করোনায় আক্রান্ত হওয়ায় আবরার হত্যা মামলার যুক্তিতর্ক শুনানির দিন পিছিয়েছে।

[৫] গত ২৩ আগস্ট এই মামলায় সাক্ষ্যগ্রহণ সমাপ্ত ঘোষণা করা হয়। গত বছর ১৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করার পর সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মাত্র কয়েকটি কার্যদিবসের মধ্যে ৬০ জন সাক্ষীর মধ্যে ৪৬ জনের সাক্ষ্যগ্রহণ করে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ সমাপ্ত করা হয়। তিন আসামির পক্ষে মোট ছয়জন সাক্ষ্য দেন।

[৬] ২০১৯ সালের ১৩ নভেম্বর আবরার হত্যা মামলায় ২৫ জনকে আসামি করে চার্জশিট দেওয়া হয়। চার্জশিটভুক্ত সব আসামি বুয়েটের ছাত্র ও ছাত্রলীগের রাজনীরি সঙ্গে জড়িত। মামলার তদন্ত চলাকালীন সময়ে ২১ আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে গত বছর ১২ জানুয়ারি অমত্য ইসলাম ওরফে মোর্শেদ নামে একজন আত্মসমর্পণ করেন। তারা সবাই কারাগারে আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়