ওয়ালিউল্লাহ সিরাজ: [২] তালিবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জার্মানির ডার স্পিগেল ম্যাগাজিনকে বলেন, আমরা মেয়েদের শিক্ষার বিপক্ষে নই। মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করেই স্কুল খোলা হবে। তারা কিভাবে স্কুলে যাবে, আমরা কিভাবে তাদের পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে পারবো সেই বিষয়গুলো নিয়েই কাজ করছি। স্পুটনিক
[৩] মুজাহিদ আরো বলেন, আমরা নারীদের কাজেরও বিপক্ষে নই। নারীদের কর্মক্ষেত্রের পরিবেশ কেমন হবে। তারা কিভাবে কাজ করবে সেই বিষয়ে আমাদের বিশেষজ্ঞরা একটি নীতিমালা তৈরি করছেন। এই নীতিমালা তৈরি হলেই নারীরা কর্মক্ষেত্রে ফিরতে পারবেন।
[৪] আফগানিস্তানে তালিবান সরকারের শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে শুধু ছেলেরা স্কুলে যাওয়ার কথা জানয়। মেয়েদের স্কুলে যাওয়ার বিষয়ে বিবৃতিতে কিছুই বলেনি। এর পরই ইউনিসেফ এ সিদ্ধান্তের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত মেয়েদেরও স্কুলে যাওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানায়।
[৫] ২০০১ সালে তালিবান ক্ষমতা হারানোর নারীদের সাক্ষরতার হার প্রায় দ্বিগুণ বেড়ে ৩০% হয়েছে।