শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৪৫ বিকাল
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইপিএলে দর্শক প্রবেশে থাকছে বয়স ভিত্তিক নিষেধাজ্ঞা

স্পোর্টস ডেস্ক: [২] আইপিএলের দ্বিতীয় অংশে দর্শক প্রবেশের অনুমতি মিললেও তাতে থাকছে নানা বিধিনিষেধ। করোনার কারণে এসব নিয়ম-নীতির প্রয়োগে বাধ্য হয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। সব নিয়ম-ই পালন করতে হবে সংযুক্ত আরব আমিরাতের তিন ভেন্যু: দুবাই, আবু ধাবি ও শারজায়।

[৩] ভেন্যুগুলোতে আবার বিধিনিষেধের বেলায় কিছুটা ভিন্নতা রয়েছে। দুবাইয়ে খেলা দেখতে গেলে মাঠে প্রবেশের ৪৮ ঘণ্টা পূর্বে পিসিআর টেস্টের প্রয়োজন নেই। তবে করোনার দুই ডোজের টিকার সনদ বাধ্যতামূলক। পাশাপাশি মাঠে সামাজিক দূরত্ব ও মাস্ক পরার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। ১২ বছর বয়সীদের নিচে যারা, তাদের অবশ্য টিকার সনদের প্রয়োজন নেই।

[৪] শারজার বেলায় আবার কিছুটা ব্যতিক্রম করা হয়েছে। বিশেষ করে স্টেডিয়ামে সব বয়সীদের প্রবেশের অনুমতি নেই। স্টেডিয়ামে প্রবেশের বয়স হতে হবে সর্বনিন্ম ১৬ বছর। আবার এই মাঠে টিকার সনদের পাশাপাশি পিসিআর টেস্টকেও বাধ্যতামূলক করা হয়েছে।

[৫] আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামেও ১৬ বছরের বেশি বয়সীদের করোনার টিকা সনদ বাধ্যতামূলক। এখানে মাঠে প্রবেশের ৪৮ ঘণ্টা পূর্বে করা পিসিআর টেস্টকেও বৈধ হিসেবে ধরা হবে। ১২-১৫ বছর বয়সীদের টিকার সনদের প্রয়োজন না হলেও পিসিআর টেস্ট অবশ্যই প্রয়োজন বলে নির্দেশনা দেওয়া হয়েছে। মাঠে প্রবেশের সময় বাধ্যতামূলক করা হয়েছে তাপমাত্রা পর্যবেক্ষণও। এছাড়া যারা একবার মাঠ ছেড়ে যাবেন, তাদের পুনরায় প্রবেশের অনুমতি মিলবে না। জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়