সুজিৎ নন্দী: [২] ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এলাকায় স্বাস্থ্য বিভাগ এডিস মশা এবং ডেঙ্গু মোকাবেলায় শনিবার ৩৩৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে ফগিং ও লার্ভিসাইডিংসহ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে।
[৩] এর আগে শুক্রবারও ৪৭২টি শিক্ষাপ্রতিষ্ঠানে ফগিং ও লার্ভিসাইডিংসহ পরিষ্কার-পরিচ্ছন্ন্নতা কার্যক্রম পরিচালিত হয়। কোভিড-১৯ পরিস্থিতির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ১২ই সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজ খোলা হয়।
[৪] শনিবার ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম এর নির্দেশনা মোতাবেক ‘শিক্ষার জন্য সুস্বাস্থ্য পরিবেশ’ বজায় রাখতে এবং এডিস মশা ও ডেঙ্গু মোকাবেলায় সরকারী, বেসরকারী ও আধাসরকারী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই কার্যক্রম পরিচালিত হয়।
[৫] এছাড়াও বিভিন্ন হাসপাতালে ভর্তিকৃত ডেঙ্গু রোগীর সঠিক তথ্যাদি ডিএনসিসিকে সরবরাহ করা হলে দ্রুততম সময়ের মধ্যেই সংশ্লিষ্ট ডেঙ্গু রোগীর বাড়ীসহ আশেপাশে ২শ’ মিটার পর্যন্ত ফগিংসহ লার্ভিসাইডিংয়ের ব্যবস্থা করা হবে।
[৬] সুস্বাস্থ্যতার জন্য লজ্জা পরিহার করে সবাই মিলে ‘দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ স্লোগানটিকে বাস্তবায়নের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও জোরদার করে চলমান সামাজিক আন্দোলনকে সফল করতে হবে।
[৭] ডিএনসিসির স্বাস্থ্য বিভাগ আরো জানায়, ‘মাস্ক আমার, সুরক্ষা সবার’ তাই বিদ্যমান করোনা পরিস্থিতিতে সকলকে সঠিকভাবে মাস্ক পরা এবং সরকারী নির্দেশনা ও স্বাস্থ্য বিধিসমূহ যথাযথভাবে মেনে চলতে হবে। সম্পাদনা : খালিদ আহমেদ