শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৫১ বিকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]আফগানিস্তানে ক্লাসে ফিরলো স্কুল পড়ুয়া বালকরা ,বালিকাদের ব্যাপারে নেই কোনো ধরণের নির্দেশনা

আসিফুজ্জামান পৃথিল, লিহান লিমা: [২] শুক্রবার দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সরকারি ও বেসরকারি স্কুল এবং সরকারি মাদ্রাসাগুলো শনিবার চালু হবে। সব শিক্ষক ও বালক শিক্ষার্থী তাদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারবে। সিএনএন

[৩] বিবৃতিতে বলা হয়, সব শিক্ষক ও বালকদের স্কুলে আসতে হবে। আফগানিস্তানের মেয়েরা বিশ্ববিদ্যালয় পর্যন্ত যেতে পারবেন। তবে তদের জন্য আলাদা ব্যবস্থা ও ড্রেস কোড নির্ধারণ করা থাকবে। এনডিটিভি

[৪] অল্পসংখ্যক স্কুল কার্যক্রম শুরু করেছে। কিছু স্কুলে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত মেয়েরা ক্লাসেও যাচ্ছে বলে জানা গেছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়গুলোতে নারীদের ক্লাস করতে দেখা গেছে। তবে উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়গুলো এখনো খুলে দেওয়া হয়নি। টাইমস অব ইন্ডিয়া

[৫] তালিবান কর্মকর্তারা প্রতিশ্রুতি দিয়েছেন, তাদের এই সরকার আগের তালিবান সরকারের মতো কট্টরপন্থি নীতি অবলম্বন করবে না। আগের সরকার মেয়েদের শিক্ষা নিষিদ্ধ করেছিল। পক্ষান্তরে তারা সেই নীতি থেকে বেরিয়ে এবার প্রতিশ্রুতি দিয়েছে, মেয়েরা আলাদা ক্লাসরুমে যতটা সম্ভব পড়াশোনা করতে পারবেন।

[৬] তারা এবার ক্ষমতা দখল করার পর স্কুলগুলো বন্ধ করার নির্দেশ দেয়নি। তবে তারা বলেছেন, নিরাপত্তা পরিস্থিতির কারণে নারী ও বালিকাদের অনেক কর্মকা- পরিচালনাই অসম্ভব হয়ে পড়েছে। তালিবানরা তাদের সর্বশেষ বিবৃতিতে মেয়ে শিক্ষার্থীদের কথা উল্লেখ পর্যন্ত করেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়