শিরোনাম
◈ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ফেসবুক আইডি হ্যাকড ◈ জুলাই গণঅভ্যুত্থানের ১০৬ মামলায় চার্জশিট দিল পুলিশ ◈ ফিফা আরব কাপ, স্বাগ‌তিক কাতারকে একমাত্র গোলে হারালো ফিলিস্তিন ◈ দেশে ফিরলে তারেক রহমানও কী এসএসএফ নিরাপত্তা পাবেন? ◈ সাকিব ও মোস্তাফিজ আইপিএলের নিলামের তালিকায় ◈ বেগম জিয়ার অবস্থা অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল ◈ গুমের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড, অধ্যাদেশ জারি ◈ নতুন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি চালু: গ্রাহকদের টাকা উত্তোলনের বিষয়ে যা জানা গেল ◈ জানা গেল জাতীয় নির্বাচন ও গণভোটের সম্ভাব্য তারিখ, চূড়ান্ত হবে রোববার ◈ বাড়ল এলপি গ্যাসের দাম

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ১০:৩০ দুপুর
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ১০:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ডেস্ক রিপোর্ট: ঈশ্বরগঞ্জে সোহাগী রেলস্টেশনে বিজয় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ৬ ঘণ্টা পর শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। জাগোনিউজ২৪

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ঈশ্বরগঞ্জে সোহাগী রেলস্টেশনে ইঞ্জিন বিকল হয়ে যায় বিজয় এক্সপ্রেস নামে একটি ট্রেনের।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান জাগো নিউজকে জানান, রাত ৮টার দিকে বিজয় এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ময়শনসিংহ থেকে ছেড়ে যায়। ট্রেনটি সোহাগী রেলস্টেশনে গিয়ে পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে যায়। এ ঘটনায় বন্ধ হয়ে যায় ময়মনসিংহ থেকে চট্টগ্রামের ট্রেন যোগাযোগ। দুর্ভোগে পড়েন কয়েকশ যাত্রী। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

স্থানীয় সূত্র জানায়, বিজয় এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরগঞ্জের সোহাগী স্টেশনে পৌঁছালে ইঞ্জিনের ব্রেক চাপার সময় তিন নম্বর বগির ব্রেক শো খুলে ঝুলে যাওয়ায় রেল লাইনের আইবোল্ট উঠে যায়। এ ঘটনায় রেললাইনের দুপাশের সড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়। ৬ ঘণ্টা বন্ধ থাকে পাশাপাশি ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ি আঞ্চলিক সড়কের যান চলাচল। আটকা পড়ে পণ্যবাহী ট্রাকসহ অন্যান্য যানবাহন।

গৌরীপুর বেলওয়ে স্টেশন মাস্টার আব্দুর রশিদ জানান, ইঞ্জিন বিকল হওয়ার খবর পেয়ে ময়মনসিংহের কেওয়াটখালি লোকোশেড থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। পরে বিকল ট্রেনটি ঠিক করা হলে ময়মনসিংহ-চট্টগ্রাম ট্রেন যোগাযোগ স্বাভাবিক করা হয়। ভোররাত ৪ টার দিকে বিজয় এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়