শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৩:১৩ রাত
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে দ্বিতীয় কারাগারের জন্য জমি পাওয়া যাচ্ছে না

প্রথম আলো : চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এখন ধারণক্ষমতার তিন গুণ বন্দী। এই অবস্থায় কারাগারের আবাসন সমস্যা দূর করতে দ্বিতীয় কারাগার নির্মাণের জন্য জমি নির্বাচন করতে বারবার তাগাদা দিচ্ছে কারা অধিদপ্তর। কিন্তু জমি নির্বাচন করা যায়নি। বর্তমান কারাগারে নতুন ভবন নির্মাণের জায়গাও নেই। গাদাগাদি করে থাকতে হচ্ছে বন্দীদের।

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমানের একটি চিঠি চলতি মাসের শুরুতে চট্টগ্রাম কারাগারে আসে। সেখানে বলা হয়, চট্টগ্রাম জেলায় একটি নতুন কারাগার নির্মাণের লক্ষ্যে জমি অধিগ্রহণের জন্য কমপক্ষে ৩০ একর জমি নির্বাচন করে প্রয়োজনীয় কাগজপত্র কারা অধিদপ্তরে প্রেরণের অনুরোধ করা হলো। দীর্ঘদিন পেরিয়ে গেলেও এ–সংক্রান্ত প্রতিবেদন পাওয়া যায়নি।

এর আগে গত বছরের আগস্ট ও ২০১৯ সালের অক্টোবর মাসেও জমি নির্বাচনের জন্য চিঠি পাঠানো হয়েছিল কারা অধিদপ্তর থেকে। চিঠিতে বলা হয়, কারাগারে জায়গার অভাবে উৎপাদন বিভাগের কার্যক্রম (বন্দীদের দিয়ে বাগান করা, পুকুরে মাছ চাষ ও আসবাব তৈরি) বন্ধ রয়েছে। স্বল্প পরিসরে অধিক বন্দী আটক রাখায় তাঁরা নানা রোগে আক্রান্ত হচ্ছেন।

কারা সূত্র জানায়, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের আয়তন ১৪ একর। ১ হাজার ৮৫৩ বন্দী ধারণক্ষমতার এই কারাগারে গড়ে প্রতিদিন ৭ হাজার বন্দী থাকেন। চট্টগ্রাম কারাগারে থাকা সাধারণ ও দুর্ধর্ষ বন্দীদের আলাদা করে রাখার জন্য তদন্ত কমিটি সুপারিশ করেছে। কিন্তু স্থান সংকুলানের কারণে এখানে তা সম্ভব হচ্ছে না। চলতি বছরের ৬ মার্চ চট্টগ্রাম কারাগার থেকে হত্যা মামলার আসামি ফরহাদ হোসেন দেয়াল টপকে পালিয়ে যান। পরে গ্রেপ্তার হন। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে ধারণক্ষমতার বেশি বন্দী হওয়ায় সামাল দিতে না পারার বিষয়টি উঠে আসে।

প্রতিবেদনে সুপারিশ করা হয় জেলা ও মহানগর থানার মামলার বন্দীদের আলাদা করে রাখার।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. শফিকুল ইসলাম খান তাঁর কার্যালয়ে প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও আদালতে কম সময়ে যাওয়া যায় এ রকম ৩০ থেকে ৫০ একর জায়গা খোঁজা হচ্ছে, যেখানে বন্দীরা ভালোভাবে থাকতে পারেন, যাতে পোশাক কারখানা, মৎস্য চাষসহ নানা প্রশিক্ষণেরও ব্যবস্থা করা যায়।

জমি নির্বাচনে দেরি কেন হচ্ছে, এমন প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম খান বলেন, কিছুদিন আগে বায়েজিদ-ফৌজদারহাট সংযোগ সড়কের পাশে কিছু খালি জায়গা দেখা হয়েছিল। কিন্তু আশপাশে পাহাড় থাকায় ওই জায়গা নির্বাচন করা হয়নি। পাহাড় থাকায় অনুমোদন পাওয়া যাবে না। চট্টগ্রাম শহরের পাশে কর্ণফুলী নদীর ওই পারে পটিয়ায় জায়গা দেখা হয়েছে। নগরে আরও কয়েকটি জায়গা দেখা হচ্ছে। শিগগিরই একটি জায়গা নির্বাচন করে কারা অধিদপ্তরে পাঠানো হবে।

কারা সূত্র জানায়, চট্টগ্রাম কারাগারে বর্তমানে ৬৬২ জন কয়েদি (সাজাপ্রাপ্ত) আসামি রয়েছেন। নতুন কারাগার নির্মিত হলে তাঁদের সেখানে রাখা যাবে। এ ছাড়া যাঁদের নিয়মিত হাজিরা নেই, তাঁদেরও রাখা যাবে।

কারা প্রশাসনের সাবেক উপমহাপরিদর্শক শামসুল হায়দার সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ধারণক্ষমতার কয়েক গুণ বন্দী থাকেন চট্টগ্রামে, সেখানে দ্রুত নতুন কারাগার নির্মাণ জরুরি। তা ছাড়া কারাগারকে সংশোধনাগার হিসেবে গড়ে তুলতে হলে বন্দীদের মানসিক বিকাশের জন্য খেলাধুলাসহ নানা প্রশিক্ষণের ব্যবস্থা রাখতে হবে। পাশাপাশি স্বাচ্ছন্দ্যে থাকা, খাওয়া, চিকিৎসা, সাক্ষাৎ ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়