শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ১২:৪৪ রাত
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ১২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইভ্যালির রাসেল অসুস্থ, ঢামেক থেকে মিডফোর্ডে

মোস্তাফিজুর রহমান : [২] রাত ৯টার পর হঠাৎ ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল বুকে ব্যথার কথা বলার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তাররা কোন আলামত না পাওয়ায় তাকে ভর্তি করা হয়নি।

[৩] জানা যায়, সেখান থেকে মিডফোর্ড পাঠিয়ে দিয়েছে কর্তব্যরত ডাক্তাররা। তবে প্রাথমিক চিকিৎসা শেষে রাত সোয়া ১২টার দিকে গুলশান থানায় নিয়ে আসা হয় তাকে।

[৪] বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ডিউটি অফিসার অলিন্দ্র বলেন, রিমান্ডে থাকা রাসেলের শুক্রবার রাত ৯টা ২০ মিনিটে বুকে ব্যথা এবং চাপ অনুভব করার বিষয়টি গুলশান থানা কর্তৃপক্ষকে অবহিত করলে রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা প্রাথমিকভাবে তার শারীরিক অবস্থা চেকআপ করে তাকে মিটফোর্ড হাসপাতালে রেফার্ড করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাসেলকে আবারও গুলশান থানায় নিয়ে আসা হয়েছে।

[৫] শুক্রবার (১৭ সেপ্টেম্বর) গুলশান থানার মামলার তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর ওহিদুল ইসলাম আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিনের রিমান্ডের আবেদন করলে অর্থ আত্মসাতের মামলায় প্রত্যেকের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

[৬] উল্লেখ্য, আরিফ বাকের নামে এক ব্যক্তি গত বৃহস্পতিবার ভোরে রাসেল ও শামীমার বিরুদ্ধে গুলশান থানায় প্রতারণার মামলা করেন। পণ্যের জন্য আগাম অর্থ দিয়ে না পাওয়ার পাশাপাশি ‘প্রাণনাশের হুমকি’ দেওয়ার অভিযোগ করা হয় সেখানে। মামলার বাদী আরিফ বাকের তার অভিযোগে বলেন, ইভ্যালির বিজ্ঞাপন দেখে প্রভাবিত হয়ে তিনি ৩ লাখ ১০ হাজার টাকার পণ্যের অর্ডার দেন। কিন্তু দীর্ঘ সময়ে তাকে কোনো পণ্য সরবরাহ করা হয়নি। পণ্যের ব্যাপারের ইভ্যালির অফিসে এবং পরে সিইও মো. রাসেলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ‘প্রাণনাশের হুমকি’ দেন বলে মামলায় অভিযোগ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়