শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০৩:০২ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০৩:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আজ হিন্দু সম্প্রদায়ের বিশ্বকর্মা পূজা

সনতচক্রবর্ত্তী : [২] আজ হিন্দু সম্প্রদায়ের বিশ্বকর্মা পুজা, ৩১ ভাদ্র মাসের সংক্রান্তির দিন কারিগরীর দেবতার আরাধনা করা হয়। ভাদ্র মাসের সংক্রান্তিকে কন্যা সংক্রান্তি বলা হয়ে থাকে। প্রচলিত মত অনুযায়ী, কন্যা সংক্রান্তির দিন জন্মগ্রহণ করেছিলেন শিল্প-স্থাপত্য, বিভিন্ন নির্মাণের দেবতা বিশ্বকর্মা। কলকারখানা, অফিস ও অন্যান্য নির্মাণ সংস্থায় বিশ্বকর্মা পুজো করা হয়।

[৩] হিন্দুশাস্ত্র অনুয়াযী, চন্দ্রের গতির উপর নির্ভর করে দেবদেবীর আরাধনার দিন নির্ধারিত হয়। তিথি এবং পুজোর সময় নির্ধারিত হয় সেই চন্দ্রের গতির উপর। কিন্তু সূর্যের গতির উপর ভিত্তি করে বিশ্বকর্মা পুজো নির্ধারিত হয়। ফলে দুর্গাপুজো-সহ অন্যান্য পুজোর মতো বিশ্বকর্মা পুজো নির্দিষ্ট কোনও তিথি মেনে হয় না। প্রতি বছরই ভাদ্র মাসের সংক্রান্তির দিন দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনা করা হয়ে থাকে। সারাদিনই পুজো হয়।

[৪] গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন বাজারে বিশ্বকর্মা ঠাকুরের প্রতিমা সাজিয়ে বিক্রয় করেন প্রতিমা শিল্পীরা। বোয়ালমারী উপজেলার গুনবাহ গ্রামর প্রতিমা শিল্পী বিপুল পাল বলেন, এ বছর প্রতিমা বিক্রি ভালো হয়েছে। তাঁদের কাছে ৩শ’ টাকা থেকে ১ হাজার টাকা পর্যন্ত প্রতিটি প্রতিমা বিক্রি হচ্ছে।

[৫] বোয়ালমারী জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক মদন দাস বলেন, সনাতন ধর্মাবলম্বীরা মনে করেন বিশ্বকর্মা দেবতার আশির্বাদে তারা সারা বছর সুস্থ সবল শরীরে ও মেশিনারী সামগ্রী ভাল রেখে যাবতীয় কাজ করে থাকেন। এজন্য স্বর্ণশিল্পী, দর্জি, কামার-কুমার, তাঁতী, জেলেসহ বিভিন্ন পেশার মানুষ এ পূজার আয়োজন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়