শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ১০:০৯ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাসপাতালে যাওয়ার পথে ট্রেনে নবজাতকের জন্ম দিলেন মা

মঈন উদ্দীন: [২] খুলনা থেকে ছেড়ে আসা সাগরদাড়ি ট্রেনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে এক প্রসূতি মা ফুটফুটে সন্তান প্রসব করেছেন। মা ও নবজাতক সুস্থ রয়েছেন।

[৩] বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে রাজশাহীর আড়ানী স্টেশনের কাছে সাবিনা ইয়াসমিন (২৫) নামের এক প্রসূতি সন্তান প্রসব করেন।

[৪] মা ও শিশু দুইজনের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের ম্যানেজার মো. আব্দুল করিম।

[৫] তিনি বলেন, খুলনা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা সাগরদারি এক্সপ্রেস ট্রেনে ভেড়ামারা থেকে সন্ধ্যা ৭টার দিকে ‘ছ’ বগিত ওঠেন গর্ভবতী নারী সাবিনা ইয়াসমিন। তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসার জন্যই রওয়ানা দিয়েছিলেন। এর পরপরই তার প্রসব বেদনা শুরু হলে তাৎক্ষণিক বিষয়টি ট্রেনের কন্ডাক্টিং গার্ড রুবায়েত হাসান জানতে পারেন। তিনি বিষয়টি গার্ড ইনচার্জ আজিমুল হোসেনকে জানালে ট্রেনের মাইকে সন্তান প্রসবের ব্যাপারে একজন চিকিৎসকের সাহায্য কামনা করা হয়। মাইকে ঘোষণা শুনে একজন নারী চিকিৎসক নির্ধারিত কামরায় গিয়ে বাচ্চা প্রসবের কাজটি রাজশাহীর আড়ানী এলাকায় সম্পন্ন করেন।

[৬] এ বিষয়ে স্টেশন ম্যানেজার মো. আব্দুল করিম বলেন, রাত ১১টার দিকে ট্রেনটি রাজশাহী স্টেশনে পৌঁছায়। আমরা খবর পেয়ে আগেই রেলওয়ে হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স ঠিক করে রাখি। পরে ওই অ্যাম্বুলেন্সে করে নবজাতক ও মাকে রামেক হাসপাতালে উন্নত সেবার জন্য পাঠানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়