শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ১২:২৪ রাত
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০৩:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাইম ম্যাগাজিনের সেরা ১০০ জনের তালিকায় ঠাঁই পেলেন কারা

অনলাইন ডেস্ক: বিখ্যাত মার্কিন টাইম ম্যাগাজিন গত বুধবার ২০২১ সালের ১০০ প্রভাবশালীর তালিকা প্রকাশ করেছে। প্রতিবছরের মত এবারেও সারা বিশ্বের অন্যতম জনপ্রিয় এই তালিকায় ছিল চমকের ছোঁয়া। বিশ্ব নেতাদের পাশাপাশি শিল্প-সাহিত্য আর বিনোদন জগতের অনেকেই রয়েছেন সেই তালিকায়।

মোট ৬টি ক্যাটাগরিতে বিশ্বের ১০০ জন প্রভাবশালীকে অন্তর্ভূক্ত করা হয়েছে। ক্যাটাগরিগুলো হলো- লিডারস, আইকনস, পাইওনিয়ার্স, আর্টিস্টস, ইনোভেটরস ও টাইটান্স।

প্রভাবশালী নেতাদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট আছেন এই তালিকায়।

প্রভাবশালীদের এই তালিকায় আরো আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়। তালেবান নেতা ও দেশটির উপ-মন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদার এবং তার স্বদেশী নারী অধিকার কর্মী মাহবুবা সেরাজও রয়েছেন এই তালিকায়।

আর্টিস্ট ক্যাটাগরিতে স্থান দখল করে নিয়েছেন বিখ্যাত অভিনেতা কেট উইন্সলেট, স্কারলেট জোহানসন, জেসন সুদেইকিস, বোয়েন ইয়াং, ট্রাসি এলিস রস, স্টিভেন ইউন, ড্যানিয়েল কালুইয়া ও ওমর সা।

গায়ক ব্যাড বানি, লিল নাস এক্স, কানে ব্রাউন, লেখক এন কে জেমিসিন, চিত্রশিল্পী মার্ক ব্রাডফোর্ড, পরিচালক ক্লোয়ি ঝা, রান্না বিষয়ক ইতিহাসবিদ জেসিকা বি হ্যারিস এর মতো ব্যক্তিত্ত্বও রয়েছেন এই তালিকায়।

আইকন ক্যাটাগরিতে আছেন বিখ্যাত কান্ট্রি সং গায়িকা ডলি পার্টন এবং বাবার সাথে নিজের অভিভাবকত্ব নিয়ে লড়াই করা গায়িকা ব্রিটনি স্পিয়ার্স। রাজবধূ মেগান মার্কেল এবং তার স্বামী প্রিন্স হ্যারিও আইকন ক্যাটাগরিতে তালিকায় জায়গা করে নিয়েছেন।

গায়িকা বিলি ইলিস এবং ফ্যাশন ডিজাইনার অউরোরা জেমসও পাইওনিয়ার ক্যাটাগরিতে রয়েছেন টাইম ম্যাগাজিনের এই ১০০ প্রভাবশালীর তালিকায়।

অ্যাপলের সিইও টিম কুক টাইটান্স ক্যাটাগরিতে এবং প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক ইনোভেটর ক্যাটাগরিতে অন্তর্ভূক্ত হয়েছেন প্রভাবশালীদের তালিকায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়