শিরোনাম
◈ শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় কূটনীতিকের বৈঠক নিয়ে মুখ খুলল ভারহত ◈ বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে: আসিফ নজরুল ◈ নির্বাচনের আগে আইনশৃঙ্খলার তৎপরতা পর্যাপ্ত নয়: আসিফ মাহমুদ ◈ শরিয়াহ আইনের দিকে যাবে না জামায়াত, অবস্থান বদল নাকি ভোটের কৌশল? ◈ রাষ্ট্রের কাছে যা চাইলেন শহীদ ওসমান হাদির স্ত্রী ◈ মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে ইরান ও ইসরাইলের নেতাদের ফোন করলেন পুতিন ◈ ঋণ কেলেঙ্কারি: ক্ষতির বোঝা সাধারণ আমানতকারীর ঘাড়ে ◈ ছাত্রদল কর্মীকে হত্যার ঘটনায় দম্পতি গ্রেপ্তার ◈ ২০২৫ সালে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অ্যাথলেট পর্তুগিজ তারকা রোনাল‌দো ◈ তিন হা‌রের কার‌ণে সোহানকে সরিয়ে রংপুরের নেতৃত্বে লিটন দাস

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৪৯ বিকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চাকরি দেয়ার কোম্পানি খুলে কোটি কোটি টাকা আত্মসাৎ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

সুজন কৈরী : [২] ভুঁইফোড় কোম্পানী খুলে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন পদে চাকরির মিথ্যা প্রলোভন দেখিয়ে বিভিন্ন চাকরি প্রার্থীদের জাল নিয়োগপত্র প্রদানকারী চক্রের ২ জন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

[৩] গ্রেপ্তারকৃতরা হলেন- আস্থা গেটওয়ে লিমিটেড নামক ভুঁইফোড় প্রতিষ্ঠানের চেয়ারম্যান আল আমিন (৪৮) ও এমডি হারুনর রশীদ বাদল (৪৩)।

[৪] বুধবার রাতে রাজধানীর ভাটারার মাদানী এভিনিউ এলাকায় অবস্থিত ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সিআইডি। এ সময় তাদের কাছ থেকে ইমেক্স ম্যানপাওয়ার রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ লিমিটেডের ২৪টি ভুয়া নিয়োগপত্র, বিভিন্ন চাকরি প্রার্থীদের আবেদন ফরম, নিবন্ধন ফরম, জীবন বৃত্তান্ত, ভিজিটিং কার্ডসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

[৫] বৃহস্পতিবার রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থার ঢাকা মেট্রোর অতিরিক্ত ডিআইজি মো. ইমাম হোসেন বলেন, তারা ভুয়া কোম্পানি খুলে দীর্ঘদিন ধরে এই প্রতারণা করছিলেন। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির বিজ্ঞাপন দিতেন। এরপর আগ্রহীরা যোগাযোগ করলে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিতেন। টাকার বিনিময়ে কখনো ভুয়া নিয়োগপত্র দিয়েছেন।

[৬] তিনি আরও বলেন, স্কুলের দপ্তরি জাতীয় চাকরিতে সরকারিভাবে কোনও বিজ্ঞপ্তি দেওয়া হয় না। সেসব চাকরিতে তারা ভুয়া নিয়োগপত্র দেয়। কারণ কেন্দ্রীয়ভাবে যেসব বিজ্ঞপ্তি দেওয়া হয়, সেগুলো তো সবাই জানেন। এসব চাকরিতে প্রার্থী সাধারণত স্থানীয় এমপি ও স্কুলের সভাপতিরা নিয়ে থাকেন। এসব চাকরিতে তারা ভুয়া নিয়োগপত্র দিয়েছে।

[৭] সিআইডির এই কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃতর চাকরিপ্রার্থী বিপুল সংখ্যক ভুক্তভোগীর কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করলে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে। গ্রেপ্তার দুজনসহ ৫ জনকে আসামি করে ভাটারা থানায় মামলা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়