শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ০৯:৫৮ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ০৯:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মধুখালিতে উৎসব উদ্দীপনা মধ্যে দিয়ে নৌকা বাইচ অনুষ্ঠিত

সনতচক্রবর্ত্তী: [২] গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সবাইকে মুগ্ধ করে। এজন্য মধুখালি উপজেলায় আড়পাড়া ইউনিয়নে ভাটি খালে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে।

[৩] নদীর দুই পাড়ে নানা শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ উপভোগ করেন এই প্রতিযোগিতা। তার মধ্যে গ্রামগঞ্জের নারীদের উপস্থিতি ছিল চোখে পরার মতো।

[৪] বুধবার( ১৫ সেপ্টেম্বর) বিকালে গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুরের পর থেকে খালের দু-পাড়ে নানা বয়সের মানুষ ভিড় করতে থাকে। এতে আশপাশের কয়েকটি দল অংশগ্রহণ করে। প্রায় বছরই এই খালে যুব সমাজ ও গ্রামবাসীর উদ্যোগে ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলা অনুষ্ঠিত হয়।

[৫] আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. জাকির হোসেন মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম মিয়া।

[৬] প্রতিযোগিতা উপলক্ষে আনন্দে মেতে ছিল এলাকাবাসী। বাইচের নৌকার মাঝি- মাল্লারা নেচে গেয়ে মাতিয়ে তোলেন এলাকা।বিপুল রং- বেরংয়ের বাহারি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। হাজার হাজার দর্শক রাস্তায় দাঁড়িয়ে কেউবা ডিঙ্গি নৌকা নিয়ে উপভোগ করেন ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়