শিরোনাম

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ০১:৫৯ দুপুর
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুপারশপগুলো ভ্যাট রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়: সংসদে অর্থমন্ত্রী

মনিরুল ইসলাম: [২] সুপারশপগুলো ক্রেতাদের থেকে যে ভ্যাট আদায় করে তা রাষ্ট্রীয় কোষাগারে জমা হয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

[৩] বুধবার জাতীয় সংসদের টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে সরকারি দলের এমপি অসীম কুমার উকিলের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

[৪] সরকার দলীয় সদস্য অসীম কুমার তার প্রশ্নে সুপারশপগুলোর মধ্যে স্বপ্ন, আগোরা, প্রিন্স বাজার, ডিএসএস ও লাজ ফার্মার নাম উল্লেখ করে এসবসহ বড় বড় বেসরকারি প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের থেকে যে ভ্যাট আদায় করে তা রাষ্ট্রীয় কোষাগারে জমা হয় কিনা জানতে চান।

[৫] জবাবে মন্ত্রী বলেন, ঢাকা মহানগরীর বিভিন্ন বিপণী বিতান যেমন স্বপ্ন, আগোরা, প্রিন্স বাজার, ডিএসএস ও লাজ ফার্মাসহ বড় বড় বেসরকারি প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের থেকে হতে যে ভ্যাট আদায় করে তা রাষ্ট্রের কোষাগারে জমা হয়। গত ২০২০ -২০২১ অর্থবছরে স্বপ্ন হতে ৪৬ কোটি ৩০ লাখ টাকা, আগোরা হতে ১৯ কোটি ৩৩ লাখ টাকা, প্রিন্স বাজার হতে ৮ কোটি ৩২ লাখ টাকা ও ডিএসএস হতে ৫ লাখ টাকা আদায় হয়েছে এবং তা রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়েছে।

[৬] মন্ত্রী আরেক প্রশ্নের জবাবে বলেন, ওষুধের মূল্য স্থিতিশীল রাখার স্বার্থে সকল ভ্যাট উৎপাদন পর্যায়ে আদায় হয়ে থাকে। তাই খুচরা বিক্রির ক্ষেত্রে ভোক্তার নিকট হতে ভ্যাট আদায় করে তা জমা দিতে হয় না। লাজ ফার্মা ওষুধ ব্যতীত অন্যান্য পণ্যের ওপর আদায়কৃত মূসক সরকারি কোষাগারে জমা দিয়ে থাকে। লাজ ফার্মা হতে ২০২০-২১ অর্থবছরে ৩২ লাখ ৬৬ হাজার টাকা ভ্যাট সরকারি কোষাগারে জমা হয়েছে।

[৭] তিনি বলেন, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ অনুযায়ী ভ্যাট আদায়কালীন স্বচ্ছতা নিশ্চিতকল্পে ক্রেতাকে মূসক-৬.৩ ফর্মে একটি ভ্যাট চালান প্রদান করা ইতোমধ্যে বাধ্যতামূলক করা হয়েছে এবং এটি চলমান আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়