শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ০১:৫৯ দুপুর
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ০৫:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিন্দুকদের উদ্দেশ্যে এটি আমার চ্যালেঞ্জ সাইন: পরীমণি

মাজহারুল ইসলাম: [২] কারাগার থেকে জামিনে মুক্তির দিন হাতে মেহেদী দিয়ে লিখিত বার্তার মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেন চিত্রনায়িকা পরীমনি।

[৩] আজ বুধবারও আদালতে হাজিরা দেওয়ার সময় একই উপায়ে হাতে মেহেদী দিয়ে লিখিত একটি বার্তা দিয়েছেন পরীমণি।

[৪] এসময় তার হাতে লেখা ছিল, '...মি মোর।'

[৫] তবে কেন, কার উদ্দেশ্যে এবারের বার্তা, জানতে চাইলে আজ দুপুর আড়াইটার দিকে পরীমণি সংবাদ মাধ্যমকে বলেন, 'আমার নিন্দুকদের জন্য এই বার্তা। এটা লিখে আমি বোঝাতে চেয়েছি যে, তোমরা আমাকে আরও দুঃখ-কষ্ট দাও, আমি নিতে পারি, কিন্তু সুন্দরভাবে দাও। এটাই বোঝাতে চেয়েছি।'

[৬] এর আগে, আজ সকালে পরীমণি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালতে উপস্থিত হয়ে তার জব্দকৃত গাড়ি ও অন্যান্য জিনিসপত্র ফেরত চেয়ে আদালতে আবেদন করেন।

[৭] পরে শুনানি শেষে পরীমনির বিরুদ্ধে মাদক মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১০ অক্টোবরের মধ্যে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

[৮] একইসঙ্গে পুলিশ কর্তৃক জব্দকৃত পরীমনির গাড়ি ও অন্যান্য জিনিসপত্র দ্রুত ফেরত দেওয়া যায় কিনা, সে বিষয়ে প্রতিবেদন জমাদানের জন্য পুলিশের তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

[৯] গত ৩১ আগস্ট পরীমনির জামিন মঞ্জুর করেন ঢাকার মহানগর দায়রা জজ আদালত। পরদিন তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়