শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ১১:৪৯ দুপুর
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ১১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলো দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক: [২]আগের ম্যাচেই রান তাড়া করে নিজেদের সবচেয়ে বড় জয় তুলে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা, সিরিজের শেষ টি-টোয়েন্টিতে সেই রেকর্ড ভেঙে নতুন করে গড়েছে দলটি। শ্রীলঙ্কার করা ১২০ রানের জবাবে কোন উইকেট না হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়ারা, তুলে নেয় ১০ উইকেটের জয়।

[৩]টস জয়ী শ্রীলঙ্কা আগে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেনি, ২০ ওভার ব্যাট করেও ৮ উইকেট হারিয়ে ১২০ রানের বেশি পুঁজি গড়তে পারেনি তারা। যা হোয়াইটওয়াশ এড়াতে যথেষ্ট ছিল না, কুইন্টন ডি কক ও রেজা হেনড্রিকসের রেকর্ড গড়া জুটিতে ৩২ বল হাতে রেখেই জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।ব্যাটিংয়ে নেমে ঝড়ের অভাসই দিয়েছিল শ্রীলঙ্কার দুই ওপেনার কুশাল পেরেরা ও আভিস্কা ফার্নান্দো, তবে ১১ বলের বেশি স্থায়ী হয়নি তা। দলীয় ১৮ রানেই ফিরে যান আভিস্কা ফার্নান্দো (১২), পরের ওভারে ধনাঞ্জয়া ডি সিলভাকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন বিজর্ন ফরচুন।

[৪]ভানুকা রাজাপাকসে ৫ রান করে আউট হলে ২৮ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে শ্রীলঙ্কা, কামিন্দু মেন্ডিসকে নিয়ে চতুর্থ উইকেটে ৩৪ রান যোগ করেন কুশাল পেরেরা। মেন্ডিসকে (১০) ফিরিয়ে জুটি ভাঙেন এইডেন মারক্রাম, ৩৩ রান করা পেরেরার বিদায়ে ৮০ রানে পঞ্চম উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা।

[৫]দাসুন শানাকার ১৮ ও চামিকা করুনারত্নের অপরাজিত ২৪ রানের ইনিংসে অলআউট এড়াতে পারলেও ১২০ রানের বেশি সংগ্রহ গড়তে পারেনি শ্রীলঙ্কা ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার হয়ে ২ টি করে উইকেট নেন কাগিসো রাবাদা ও বিজর্ন ফরচুন, ১ টি করে উইকেট পেয়েছেন এইডেন মারক্রাম, কেশভ মেহরাজ ও উইয়ান মুল্ডার।১২১ রানের সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতেই ৪৬ রান তোলেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার কুইন্টন ডি কক ও রেজা হেনড্রিকস, দুই বার ক্যাচ দিয়েও বেঁচে যান ডি কক। আর কোন সুযোগ দেননি দুজনে, দুজনেই তুলে নেন ফিফটি।

[৬]৪০ বলে ফিফটি স্পর্শ করেন কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকসের ফিফটি পূর্ণ কর‍তে লাগে ৩৮ বল৷ শেষ পর্যন্ত ডি কক ৫৬ ও হেনড্রিকস ৫৯ রানে অপরাজিত থাকেন, দক্ষিণ আফ্রিকা ৩২ বল ও ১০ উইকেট হাতে রেখেই জয় পায়। এই জয়ে ৩ ম্যাচ সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলো প্রোটিয়ারা।

[৭]সংক্ষিপ্ত স্কোর:শ্রীলঙ্কা ১২০/৮, ২০ ওভার; (কুশাল পেরেরা ৩৯, চামিকা করুনারত্নে ২৪*, দাসুন শানাকা ১৮, আভিস্কা ফার্নান্দো ১২, বিজর্ন ফরচুন ২/২১, কাগিসো রাবাদা ২/২৩, এইডেন মারক্রাম ১/৪, উইয়ান মুল্ডার ১/১১)।দক্ষিণ আফ্রিকা ১২১/০, ১৪.৪ ওভার; (কুইন্টন ডি কক ৫৬* রেজা হেনড্রিকস ৫৬*)।

[৮]ম্যাচ ও সিরিজ সেরা: কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা)। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়